Durga Puja 2021 | Silver Jewellery: রুপোর ঝিলমিল গয়নাতেই হোক পুজোর সাজ, কী কী ট্রেন্ড জেনে নিন

Last Updated:
বাজারে এখন রুপোর জোয়ার (Durga Puja 2021 | Silver Jewellery)।
1/6
আজকাল ফ্যাশন মানে অত্যন্ত স্মার্ট একটা মেকওভার। পোশাকের লুক বদলের সঙ্গে সঙ্গে গয়নার ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন স্টেটমেন্ট (Durga Puja 2021 | Silver Jewellery)। এই মুহূর্তে যেমন সোনার গয়নার কদর অনেকটাই কম। বাজারে এখন রুপোর জোয়ার (Durga Puja 2021 | Silver Jewellery)।
আজকাল ফ্যাশন মানে অত্যন্ত স্মার্ট একটা মেকওভার। পোশাকের লুক বদলের সঙ্গে সঙ্গে গয়নার ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন স্টেটমেন্ট (Durga Puja 2021 | Silver Jewellery)। এই মুহূর্তে যেমন সোনার গয়নার কদর অনেকটাই কম। বাজারে এখন রুপোর জোয়ার (Durga Puja 2021 | Silver Jewellery)।
advertisement
2/6
২০২১-এর এই পুজোয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রুপোর গয়নায় সেজে চমকে দেবেন নাকি? (Durga Puja 2021 | Silver Jewellery) পাড়ার দোকান তো আছেই। রুপোর গয়নায় এক্কেবারে নতুন রকম ডিজাইন যদি চান, এক বার উঁকি দিতে পারেন কলকাতার নানা রুপোর গয়না বিক্রি করা দোকানগুলিতে।
২০২১-এর এই পুজোয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রুপোর গয়নায় সেজে চমকে দেবেন নাকি? (Durga Puja 2021 | Silver Jewellery) পাড়ার দোকান তো আছেই। রুপোর গয়নায় এক্কেবারে নতুন রকম ডিজাইন যদি চান, এক বার উঁকি দিতে পারেন কলকাতার নানা রুপোর গয়না বিক্রি করা দোকানগুলিতে।
advertisement
3/6
রুপোর গয়নায় রয়েছে মহিলা, পুরুষ সকলের জন্যই রয়েছে অনবদ্য সব সংগ্রহ। ভারতীয় গয়নার সাবেকিয়ানা বজায় রেখেই ট্রেন্ডি, এথনিক সব রকম লুকেই তৈরি হয়েছে প্রত্যেকটি গয়না। তবে ডিজাইনার গয়না মানেই যে আকাশছোঁয়া দাম, এমনটাও নয়। রুপোর প্রায় সব গয়নাই মধ্যবিত্তের নাগালে রয়েছে।
রুপোর গয়নায় রয়েছে মহিলা, পুরুষ সকলের জন্যই রয়েছে অনবদ্য সব সংগ্রহ। ভারতীয় গয়নার সাবেকিয়ানা বজায় রেখেই ট্রেন্ডি, এথনিক সব রকম লুকেই তৈরি হয়েছে প্রত্যেকটি গয়না। তবে ডিজাইনার গয়না মানেই যে আকাশছোঁয়া দাম, এমনটাও নয়। রুপোর প্রায় সব গয়নাই মধ্যবিত্তের নাগালে রয়েছে।
advertisement
4/6
এ বারের পুজোর জন্য এক্সক্লুসিভ কালেকশন হল- মা দুর্গার মোটিফ করা নাকছাবি ও কানের দুল। এ ছাড়া রয়েছে মোবাইল ফোনের রুপোর কভার। পুজোর রাতে বা কোনও পার্টির সময়ে শাড়ি অথবা লহেঙ্গার সঙ্গে পরার জন্য জমকালো ঝুমকো, মালা ও চুড়ির সেটও পাওয়া যাবে। শুধু মেয়েরাই নয়, পুরুষদের জন্যও রয়েছে হাল ফ্যাশনের ট্রেন্ডি লকেট, বিভিন্ন স্টাইলের চেন, আংটি এবং রিস্টলেট।
এ বারের পুজোর জন্য এক্সক্লুসিভ কালেকশন হল- মা দুর্গার মোটিফ করা নাকছাবি ও কানের দুল। এ ছাড়া রয়েছে মোবাইল ফোনের রুপোর কভার। পুজোর রাতে বা কোনও পার্টির সময়ে শাড়ি অথবা লহেঙ্গার সঙ্গে পরার জন্য জমকালো ঝুমকো, মালা ও চুড়ির সেটও পাওয়া যাবে। শুধু মেয়েরাই নয়, পুরুষদের জন্যও রয়েছে হাল ফ্যাশনের ট্রেন্ডি লকেট, বিভিন্ন স্টাইলের চেন, আংটি এবং রিস্টলেট।
advertisement
5/6
পুজোর সকালে পালাজো, কুর্তা, স্কার্টের মতো পোশাকের সঙ্গে ম্যাচ করে পরা যায় লোকশিল্প আর পশ্চিমি ধাঁচ মেশানো ফিউশন লুকের ঝোলা দুল। শুধু পুজোর দিনগুলোতেই নয়, প্রতিদিনের কলেজ বা অফিস যাওয়ার জন্যেও রুপোর অল্প ঝোলা দুল, বাহারি নাকছাবি এবং বিভিন্ন ধরনের কয়েক গাছা চুড়ি বা বালা একদম পারফেক্ট।
পুজোর সকালে পালাজো, কুর্তা, স্কার্টের মতো পোশাকের সঙ্গে ম্যাচ করে পরা যায় লোকশিল্প আর পশ্চিমি ধাঁচ মেশানো ফিউশন লুকের ঝোলা দুল। শুধু পুজোর দিনগুলোতেই নয়, প্রতিদিনের কলেজ বা অফিস যাওয়ার জন্যেও রুপোর অল্প ঝোলা দুল, বাহারি নাকছাবি এবং বিভিন্ন ধরনের কয়েক গাছা চুড়ি বা বালা একদম পারফেক্ট।
advertisement
6/6
এশিয়ান আর্টস কিংবা এলগিন রোডের সার দেওয়া রুপোর গয়নার দোকানে এ বছরও পাওয়া যাচ্ছে পুজো স্পেশাল নাকছাবি। যার বৈশিষ্ট্য হল নাকে ফুটো করা না থাকলেও অনায়াসেই পরা যাবে। যেতে পারেন গোলপার্কের কারিশমাজেও। সেখানেও পাবেন দারুণ সব কালেকশন।
এশিয়ান আর্টস কিংবা এলগিন রোডের সার দেওয়া রুপোর গয়নার দোকানে এ বছরও পাওয়া যাচ্ছে পুজো স্পেশাল নাকছাবি। যার বৈশিষ্ট্য হল নাকে ফুটো করা না থাকলেও অনায়াসেই পরা যাবে। যেতে পারেন গোলপার্কের কারিশমাজেও। সেখানেও পাবেন দারুণ সব কালেকশন।
advertisement
advertisement
advertisement