Diwali For Men: পৌরুষে মিশুক ফ্যাশনের আলো, সবার মধ্যে নজর কাড়ুক দীপাবলির সাজ!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Diwali For Men: ঘর-বাড়ি সাজানো, আড্ডার প্ল্যান, দীপাবলির হুল্লোড়ের মাঝেই উৎসবের দিনে মানানসই পোশাকের প্ল্যানিংও হয়ে থাকে।
আর ক'দিন পরই দীপাবলি। দুর্গাপুজোর মতোই ৩-৪ ধরে দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবও পালন করে থাকে বহু মানুষ। ঘর-বাড়ি সাজানো, আড্ডার প্ল্যান, দীপাবলির হুল্লোড়ের মাঝেই উৎসবের দিনে মানানসই পোশাকের প্ল্যানিংও হয়ে থাকে। সাধারণত ট্র্যাডিশনাল আউটফিট পরারই চেষ্টা করে সকলে। তবুও কীসের সঙ্গে কী ম্যাচ করে পরা যাবে, সেই নিয়ে দ্বন্দ্বে থাকেন অনেকে, বিশেষ করে পুরুষরা। তাঁদের জন্যই রইল টিপস-
advertisement
১. ধুতি-পাঞ্জাবি বাঙালিদের ঐতিহ্যাবাহী পোশাক মানেই ধুতি-পাঞ্জাবি। আজকাল বড় পাঞ্জাবির বদলে অনেকে কুর্তা পরে থাকে। সে যাই পরুন না কেন, মানানসই রঙের ধুতি, পাঞ্জাবি পরলেই যথেষ্ট। এক্ষেত্রে খুব বেশি দ্বিধা থাকলে খুব সাধারণ প্রিন্টেড পাঞ্জাবি বা কুর্তা বেছে নেওয়া যায়, সঙ্গে এক রঙা ধুতি। পায়ে কোলাপুরি বা জুতি। ট্যান ব্রাউন, ব্রাউন বা একদম কালো রঙের কোলাপুরি পরলেও ভালো দেখাবে।
advertisement
২. নেহরু জ্যাকেট যে কোনও কুর্তার সঙ্গে এক রঙা নেহরু জ্যাকেট লুকটাই পাল্টে ফেলে। কিন্তু এই নেহরু জ্যাকেট একপ্রকার একঘেয়ে হয়ে গিয়েছে। ফলে এই লুকে একটু ট্যুইস্ট দিতে নেহরু জ্যাকেটকেই অ্যাসেমেট্রিক্যালভাবে তৈরি করেছে ডিজাইনাররা। যা যে কোনও এক রঙা কুর্তার সঙ্গে পরলে বেশ ভালো লাগবে। কুর্তার নিচে ধুতি, পাজামা যে কোনও একটা পরলেই ভালো লাগবে।
advertisement
advertisement
৪. প্রিন্টেড শর্ট কুর্তা ট্র্যাডিশনাল লুক দেওয়ার জন্য সবসময় যে পাঞ্জাবি, পাজামা পরতে হবে বা লং কুর্তা পরতে হবে, তার কোনও ব্যাপার নেই। শর্ট কুর্তাতেও ট্র্যাডিশনাল লুক আনা সম্ভব। কোনও ডিপ রঙের চিনোজের সঙ্গে এবং জুতোর সঙ্গে একটা হালকা রঙের বা নিউড শেডের প্রিন্টেড কুর্তা পরলেই হবে। হাতে এর সঙ্গে ব্রেসলেট পরা যেতে পারে। কেউ চাইলে ধুতিও পরতে পারে। পায়ে অবশ্যই এক্ষেত্রে থাকতে হলে কোলাপুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement