দিল্লি হিংসা মামলায় জামিনের আবেদন, আগামী সোমবার উমর খালিদ, শারজিল ইমামদের রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি অঞ্জারিয়া-র ডিভিশন বেঞ্চ এই রায় দেবেন। গত ১০ ডিসেম্বর উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত রায় ঘোষণার কথা করেছে।
নয়াদিল্লি: ২০২০ সালে দিল্লি হিংসা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ, শারজিল ইমাম ও অন্যান্যদের জামিন সংক্রান্ত আবেদনে আগামী ৫ জানুয়ারি রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।
বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি অঞ্জারিয়া-র ডিভিশন বেঞ্চ এই রায় দেবেন। গত ১০ ডিসেম্বর উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত রায় ঘোষণার কথা করেছে।
এই প্রসঙ্গে, দিল্লি পুলিশের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। অন্যদিকে অভিযুক্তদের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল, অভিষেক সিঙ্ঘভি, সিদ্ধার্থ দাভে, সলমান খুরশিদ এবং সিদ্ধার্থ লুথরা।
advertisement
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ (UAPA) এবং তৎকালীন ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের অভিযোগ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত হিংসার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন তাঁরা। এই হিংসার ঘটনায় মোট ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭০০-র বেশি মানুষ আহত হন।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং জাতীয় নাগরিক পঞ্জি (NRC)-র বিরুদ্ধে চলা আন্দোলনের মধ্যেই ওই হিংসার ঘটনা ঘটে।
advertisement
এর আগে, গত ২ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 6:45 PM IST










