মোটা তো কী! মডেলিংয়েই এই যুবতী এখন বিশ্বের অন্যতম ধনী

Last Updated:
তাঁর কথায়, 'এখন দেখি সেই মানুষগুলোই ইন্সস্টগ্রামে লিখছে, তোমার জন্য আমরা গর্বিত৷' একটি নামী ব্র্যান্ড সম্প্রতি ডায়ানার সঙ্গে কয়েক কোটি টাকার চুক্তি করেছে মডেলিংয়ের৷ স্থূল ব্যক্তিদের ডায়ানার টিপস, 'আপনি যেমন, তেমন ভাবেই নিজেকে ভালোবাসুন৷ কাউকে নকল করবেন না৷ আত্মবিশ্বাসই শেষ কথা৷ তার সঙ্গে চেহারার সম্পর্ক নেই৷'
1/6
রোগা, চিপছিপে হলেই মডেল হওয়া সম্ভব৷ না-হলে কোনও উপায় নেই৷ স্থূলতার জন্য হাসিঠাট্টারও শিকার হতে হয় অনেককে৷ সেরকমই জীবনের হাল ছেড়ে দিয়ে অবসাদে চলে গিয়েছিলেন ডায়ানা সিরোকাই৷ কিন্তু মডেল হওয়ার যে খুব শখ ছিল তাঁর৷
রোগা, চিপছিপে হলেই মডেল হওয়া সম্ভব৷ না-হলে কোনও উপায় নেই৷ স্থূলতার জন্য হাসিঠাট্টারও শিকার হতে হয় অনেককে৷ সেরকমই জীবনের হাল ছেড়ে দিয়ে অবসাদে চলে গিয়েছিলেন ডায়ানা সিরোকাই৷ কিন্তু মডেল হওয়ার যে খুব শখ ছিল তাঁর৷
advertisement
2/6
হাল মোটামুটি ছেড়েই দিয়েছিলেন লন্ডনের বাসিন্দা ডায়ানা৷ নানা ঠাট্টায় জর্জরিত হয়ে কয়েক বার জিমেও গিয়েছেন তিনি৷ কিন্তু কয়েক দিন পরে ছেড়ে দিয়ে নিজের স্থূলতাকেই মেনে নেন৷ কিন্তু জীবনের মোড়টা যে এই ভাবে ঘুরে যাবে ভাবতে পারেননি তিনি৷
হাল মোটামুটি ছেড়েই দিয়েছিলেন লন্ডনের বাসিন্দা ডায়ানা৷ নানা ঠাট্টায় জর্জরিত হয়ে কয়েক বার জিমেও গিয়েছেন তিনি৷ কিন্তু কয়েক দিন পরে ছেড়ে দিয়ে নিজের স্থূলতাকেই মেনে নেন৷ কিন্তু জীবনের মোড়টা যে এই ভাবে ঘুরে যাবে ভাবতে পারেননি তিনি৷
advertisement
3/6
২৩ বছরের ডায়ানা এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় প্লাস সাইজ মডেল৷ বহু নামী ব্র্যান্ডের মুখ তিনি৷ ইন্সস্টাগ্রামে ডায়ানার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ৷ ভারী চেহারাকে উড়িয়ে স্রেফ আত্মবিশ্বাসেই ডায়ানা আজ বিশ্বে জনপ্রিয়৷
২৩ বছরের ডায়ানা এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় প্লাস সাইজ মডেল৷ বহু নামী ব্র্যান্ডের মুখ তিনি৷ ইন্সস্টাগ্রামে ডায়ানার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ৷ ভারী চেহারাকে উড়িয়ে স্রেফ আত্মবিশ্বাসেই ডায়ানা আজ বিশ্বে জনপ্রিয়৷
advertisement
4/6
১৩ বছর বয়সে হাঙ্গেরি থেকে লন্ডনে যান ডায়ানা৷ লন্ডনেই মডেলিং কেরিয়ারের শুরু৷ কয়েকটি লঁজারি ফটোশ্যুটও করেন৷ কিন্তু মোটা হওয়ায় ঠাট্টার শিকার হন তিনি৷ ক্লাসে বন্ধুরাও নানা কটাক্ষ করত৷
১৩ বছর বয়সে হাঙ্গেরি থেকে লন্ডনে যান ডায়ানা৷ লন্ডনেই মডেলিং কেরিয়ারের শুরু৷ কয়েকটি লঁজারি ফটোশ্যুটও করেন৷ কিন্তু মোটা হওয়ায় ঠাট্টার শিকার হন তিনি৷ ক্লাসে বন্ধুরাও নানা কটাক্ষ করত৷
advertisement
5/6
ডায়ানার কথায়, 'কলেজে মডেল হওয়ায় রসিকতার মুখে পড়েছিলাম, ওরা আমায় মোটা বলত৷ বলত, আমার মডেলিং নিয়ে ভাবাই উচিত নয়৷ আমি নাকি বিরক্তিকর৷ দিনগুলো মারাত্কম খারাপ ছিল৷ ভয়ে মডেলিং ছেড়ে দিয়েছিলাম
ডায়ানার কথায়, 'কলেজে মডেল হওয়ায় রসিকতার মুখে পড়েছিলাম, ওরা আমায় মোটা বলত৷ বলত, আমার মডেলিং নিয়ে ভাবাই উচিত নয়৷ আমি নাকি বিরক্তিকর৷ দিনগুলো মারাত্কম খারাপ ছিল৷ ভয়ে মডেলিং ছেড়ে দিয়েছিলাম
advertisement
6/6
তাঁর কথায়, 'এখন দেখি সেই মানুষগুলোই ইন্সস্টগ্রামে লিখছে, তোমার জন্য আমরা গর্বিত৷' একটি নামী ব্র্যান্ড সম্প্রতি ডায়ানার সঙ্গে কয়েক কোটি টাকার চুক্তি করেছে মডেলিংয়ের৷ স্থূল ব্যক্তিদের ডায়ানার টিপস, 'আপনি যেমন, তেমন ভাবেই নিজেকে ভালোবাসুন৷ কাউকে নকল করবেন না৷ আত্মবিশ্বাসই শেষ কথা৷ তার সঙ্গে চেহারার সম্পর্ক নেই৷'
তাঁর কথায়, 'এখন দেখি সেই মানুষগুলোই ইন্সস্টগ্রামে লিখছে, তোমার জন্য আমরা গর্বিত৷' একটি নামী ব্র্যান্ড সম্প্রতি ডায়ানার সঙ্গে কয়েক কোটি টাকার চুক্তি করেছে মডেলিংয়ের৷ স্থূল ব্যক্তিদের ডায়ানার টিপস, 'আপনি যেমন, তেমন ভাবেই নিজেকে ভালোবাসুন৷ কাউকে নকল করবেন না৷ আত্মবিশ্বাসই শেষ কথা৷ তার সঙ্গে চেহারার সম্পর্ক নেই৷'
advertisement
advertisement
advertisement