Facial & Hair Oil: ত্বকের জন্য ফেশিয়াল, চুলের যত্নে তেল আদৌ উপকারী নাকি অর্থের অপচয়-সত্যিটা জানালেন বিশেষজ্ঞ

Last Updated:
Facial & Hair Oil: সত্যিই কি চুল ভাল রাখার জন্য তেল খুবই দরকারি? নাকি তেল শুধুই বিজ্ঞাপনী চমক? তেল ছাড়া কতটা ভাল থাকে চুল?
1/5
জলে চুন তাজা, তেলে চুল তাজা-এই প্রবাদ বহু পুরনো৷ কিন্তু সত্যিই কি চুল ভাল রাখার জন্য তেল খুবই দরকারি? নাকি তেল শুধুই বিজ্ঞাপনী চমক? তেল ছাড়া কতটা ভাল থাকে চুল? এই নিয়ে প্রচলিত বহু মিথ দূর করেছেন চিকিৎসক কৌশিক লাহিড়ি৷
জলে চুন তাজা, তেলে চুল তাজা-এই প্রবাদ বহু পুরনো৷ কিন্তু সত্যিই কি চুল ভাল রাখার জন্য তেল খুবই দরকারি? নাকি তেল শুধুই বিজ্ঞাপনী চমক? তেল ছাড়া কতটা ভাল থাকে চুল? এই নিয়ে প্রচলিত বহু মিথ দূর করেছেন চিকিৎসক কৌশিক লাহিড়ি৷
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেছেন চিকিৎসক কৌশিক৷ সেখানে তিনি এই মিথগুলি ভেঙেছেন৷ বলেছেন একাধিক প্রয়োজনীয় তথ্য৷ দিয়েছেন গুরুত্বপূর্ণ টিপস৷
সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেছেন চিকিৎসক কৌশিক৷ সেখানে তিনি এই মিথগুলি ভেঙেছেন৷ বলেছেন একাধিক প্রয়োজনীয় তথ্য৷ দিয়েছেন গুরুত্বপূর্ণ টিপস৷
advertisement
3/5
কৌশিকের মতে ভারতীয় উপমহাদেশের বাইরে চুলের তেল বা হেয়ার অয়েলের প্রচলন কার্যত নেই৷ তিনি মনে করেন, চুল ভাল রাখার সঙ্গে বাইরে থেকে তেল মাখার কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই৷
কৌশিকের মতে ভারতীয় উপমহাদেশের বাইরে চুলের তেল বা হেয়ার অয়েলের প্রচলন কার্যত নেই৷ তিনি মনে করেন, চুল ভাল রাখার সঙ্গে বাইরে থেকে তেল মাখার কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই৷
advertisement
4/5
জন্মগতভাবেই আমাদের মাথায় প্রচুর তৈলগ্রন্থি থাকে৷ তাই আমরা যখন বাইরে থেকে চুলে তেল মাখি, সেটা হল আদতে তেলা মাথায় তেল দেওয়া৷ বলছেন বিশেষজ্ঞ কৌশিক৷ তাঁর কথায়, তেল দিলে জট ছাড়িয়ে চুল আঁচড়াতে সুবিধে হয়৷ কিছুটা কন্ডিশনিংয়ের কাজ করে হেয়ার অয়েল৷ এছাড়া চুলের পুষ্টিসাধনে কোনও ভূমিকা নেই তেলের৷ মত কৌশিক লাহিড়ির৷
জন্মগতভাবেই আমাদের মাথায় প্রচুর তৈলগ্রন্থি থাকে৷ তাই আমরা যখন বাইরে থেকে চুলে তেল মাখি, সেটা হল আদতে তেলা মাথায় তেল দেওয়া৷ বলছেন বিশেষজ্ঞ কৌশিক৷ তাঁর কথায়, তেল দিলে জট ছাড়িয়ে চুল আঁচড়াতে সুবিধে হয়৷ কিছুটা কন্ডিশনিংয়ের কাজ করে হেয়ার অয়েল৷ এছাড়া চুলের পুষ্টিসাধনে কোনও ভূমিকা নেই তেলের৷ মত কৌশিক লাহিড়ির৷
advertisement
5/5
একইভাবে বিশেষজ্ঞ কৌশিকের মতে ত্বকে ফেশিয়াল করানোও অর্থহীন৷ তিনি বলেন, আধুনিক সমাজে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে সুন্দর দেখাতে ফেশিয়াল করানো দরকার৷ তাঁর মতে, ফেশিয়াল রিল্যাক্সেশনের বেশি কিছু দেয় না৷ ত্বক ভাল রাখতে বেসিক পরিচ্ছন্নতা, একটু সানস্ক্রিন এবং ময়শ্চারাইজারই যথেষ্ট৷
একইভাবে বিশেষজ্ঞ কৌশিকের মতে ত্বকে ফেশিয়াল করানোও অর্থহীন৷ তিনি বলেন, আধুনিক সমাজে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে সুন্দর দেখাতে ফেশিয়াল করানো দরকার৷ তাঁর মতে, ফেশিয়াল রিল্যাক্সেশনের বেশি কিছু দেয় না৷ ত্বক ভাল রাখতে বেসিক পরিচ্ছন্নতা, একটু সানস্ক্রিন এবং ময়শ্চারাইজারই যথেষ্ট৷
advertisement
advertisement
advertisement