Eye Twitching Causes: চোখের পাতা লাফাচ্ছে? শুভ-অশুভ নয়, শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ! জানুন

Last Updated:
Eye Twitching Causes: চোখের পাতা লাফালেই ভাবেন খারাপ বা ভাল কিছু ঘটবে? একেবারেই নয়! চোখের পাতা লাফালে হতে হবে সাবধান! শরীরে বাসা বাঁধতে পারে বড় রোগ! জানুন চিকিৎসকের মত
1/6
অনেকেই চোখের পাতা লাফানো নিয়ে চিন্তায় পড়ে যান। কেউ কেউ ভাবেন এটা হয়ত বা কোন অশুভ লক্ষণ।
অনেকেই চোখের পাতা লাফানো নিয়ে চিন্তায় পড়ে যান। কেউ কেউ ভাবেন এটা হয়ত বা কোন অশুভ লক্ষণ।
advertisement
2/6
চোখের পাতা লাফানোর সঙ্গে অন্য কোনও উপসর্গ না থাকলে এ নিয়ে ভয়ের কিছু নেই। তবে অনুভূতিটি বেশ অস্বস্তিকরই বটে। চোখের পাতা লাফানোর জন্য আপনার শারীরিক কিছু সমস্যা থাকতে পারে।
চোখের পাতা লাফানোর সঙ্গে অন্য কোনও উপসর্গ না থাকলে এ নিয়ে ভয়ের কিছু নেই। তবে অনুভূতিটি বেশ অস্বস্তিকরই বটে। চোখের পাতা লাফানোর জন্য আপনার শারীরিক কিছু সমস্যা থাকতে পারে।
advertisement
3/6
চোখের পাতা লাফানোর সঙ্গে কোন অশুভ লক্ষণের কোনও যোগ নেই। মানসিক চাপের কারণেও চোখের পাতা কাঁপতে পারে! দীর্ঘদিন অবসাদে ভুগলে এমনটা হয়! তাছাড়া যদি পরিমিত ঘুম না হয়, শরীরে ক্লান্তি থাকে তখনও লাফায় চোখের পাতা!
চোখের পাতা লাফানোর সঙ্গে কোনও অশুভ লক্ষণের কোনো যোগ নেই। মানসিক চাপের কারণেও চোখের পাতা কাঁপতে পারে! দীর্ঘদিন অবসাদে ভুগলে এমনটা হয়! তাছাড়া যদি পরিমিত ঘুম না হয়, শরীরে ক্লান্তি থাকে তখনও লাফায় চোখের পাতা!
advertisement
4/6
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, অতিরিক্ত চা-কফি কিংবা অ্যালকোহল গ্রহণ করার কারণেও এমনটা হতে পারে। দীর্ঘক্ষণ উজ্জ্বল আলোয় থাকা, চোখে বা চোখের পাতার ভেতরের অংশে কোনও কিছু পড়লে বা আটকে গেলেও চোখের পাতা লাফায়।
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, অতিরিক্ত চা-কফি কিংবা অ্যালকোহল গ্রহণ করার কারণেও এমনটা হতে পারে। দীর্ঘক্ষণ উজ্জ্বল আলোয় থাকা, চোখে বা চোখের পাতার ভেতরের অংশে কোনও কিছু পড়লে বা আটকে গেলেও চোখের পাতা লাফায়।
advertisement
5/6
অনেক সময় শরীরে পুষ্টি অভাবেও এই সমস্যা দেখা দিতে পড়ে। পুষ্টির ভারসাম্যহীনতার জন্য লাফাতে পারে চোখের পাতা! বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে হতে পারে!
অনেক সময় শরীরে পুষ্টি অভাবেও এই সমস্যা দেখা দিতে পড়ে। পুষ্টির ভারসাম্যহীনতার জন্য লাফাতে পারে চোখের পাতা! বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে হতে পারে!
advertisement
6/6
চোখের বিভিন্ন অংশের প্রদাহ কিংবা চোখের স্বাভাবিক জল শুকিয়ে যাওয়ার উপসর্গ হিসেবেও কারও কারও চোখের পাতা লাফাতে দেখা যায়। আবার কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এ রকম হয়ে থাকে।
চোখের বিভিন্ন অংশের প্রদাহ কিংবা চোখের স্বাভাবিক জল শুকিয়ে যাওয়ার উপসর্গ হিসেবেও কারও কারও চোখের পাতা লাফাতে দেখা যায়। আবার কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এ রকম হয়ে থাকে।
advertisement
advertisement
advertisement