Conjunctivitis: চোখ কড়কড় করে লাল হয়ে যাচ্ছে? লক্ষণ কিন্তু ভাল নয়! কীভাবে বাঁচবেন কনজাঙ্কটিভাইটিসের হাত থেকে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
চোখ লাল হয়ে কড়কড় করছে অনেকের অনেকেই আর এগুলি হল কনজাঙ্কটিভাইটিসের লক্ষণ। বর্ষায় এই রোগের প্রাদুর্ভাব খুবই বেড়েছে। ভারতে বর্ষার সময় এই রোগ বেশি পরিমাণে হতে দেখা যায়।
চোখ লাল হয়ে কড়কড় করছে অনেকের অনেকেই আর এগুলি হল কনজাঙ্কটিভাইটিসের লক্ষণ। বর্ষায় এই রোগের প্রাদুর্ভাব খুবই বেড়েছে। ভারতে বর্ষার সময় এই রোগ বেশি পরিমাণে হতে দেখা যায়। সম্প্রতি জানা গিয়েছে যে সারা দেশে অনেক রাজ্যে কনজাঙ্কটিভাইটিসের ঘটনা বাড়ছে এবং লোকেরা এটি নিয়ে বেশ চিন্তিত। দিল্লি এনসিআর-এ কনজাঙ্কটিভাইটিসের কেস বাড়তে শুরু করেছে। দিল্লি এইমস-এ প্রতিদিন ১০০ টিরও বেশি কেস রিপোর্ট করা হচ্ছে।
advertisement
advertisement
কনজাঙ্কটিভাইটিস কী? Aster CMI হাসপাতালের চিকিৎসক ডাঃ অশ্বিন সন্তোষ শেট্টির মতে কনজাঙ্কটিভাইটিস হল কনজাঙ্কটিভা অর্থাৎ চোখের সাদা অংশে প্রদাহ। কনজাঙ্কটিভাইটিস ব্যাকটেরিয়া বা ভাইরাল ঘটিত একটি রোগ। এতে চোখ কড়কড় করে, চোখ লালা হয়ে যায়। বর্ষাকালে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার কারণে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অ্যালার্জেনের সংস্পর্শে এলে তা চোখে সংক্রমণ ঘটিয়ে এই কনজাঙ্কটিভাইটিস সৃষ্টি করে।
advertisement
কীভাবে এটির সংক্রমণ হয়? কনজাঙ্কটিভাইটিস কিছু ক্ষেত্রে অত্যন্ত সংক্রামক হতে পারে এবং ইতিমধ্যে সংক্রামিত কারও সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে। রোগটি ছড়িয়ে পড়ার সবচেয়ে সাধারণ উপায় হল যখন সংক্রামিত ব্যক্তি বারবার তাঁর চোখ স্পর্শ করে এবং তারপর যদি সেই হাত পরিষ্কার করতে ভুলে যায়। তারপর সেই হাত সুস্থ ব্যক্তির হাতের বা চোখের সংস্পর্শে আসে তবে হতে পারে এই রোগ। যদি কোন ব্যক্তির কনজাঙ্কটিভাইটিস রোগ থাকে, তবে তার চোখের দিকে তাকানো উচিত না। তাঁর রুমাল, তোয়ালে, মোবাইল ইত্যাদি স্পর্শ করা উচিত না।
advertisement
advertisement
advertisement