Tattoo Cancer Risk: শরীরে ট্যাটু আছে? নতুন করানোর আগে দু'বার ভাবুন... হতে পারে মারণ রোগ ক্যানসার... প্রাণও যেতে পারে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তরুণ প্রজন্ম এই দিকে ঝুঁকছে। এমনিতে ট্যাটু করানোর খরচ বেশি। তাই অনেকেই যেকোনও জায়গা থেকে সাশ্রয়ী মূল্যে ট্যাটু করিয়ে নিতে চান।
ফ্যাশন জগতে ট্যাটু এখন খুবই পছন্দের বিষয়। যদিও এই ট্যাটু খুবই প্রাচীন এক পদ্ধতি। নিজের গায়ে পছন্দের নকশা করিয়ে নেন এই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা। তাঁরা বেশির ভাগ সময়ই আদিবাসী বা মূলবাসী। কিন্তু গত কয়েক বছরে এলিট ফ্যাশন রাজ্যে পাকা আসন করে ফেলেছে এই ট্যাটু। নিজের পছন্দের নাম, ছবি বা অর্থবহ কোনও বিষয় নিজের দেহে খোদাই করে রাখছেন মানুষ।
advertisement
advertisement
advertisement
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রবি মোহন বলেন, ‘ট্যাটু করার সময় যে কালি ব্যবহার করা হয় তার মান ভাল না হলে ট্যাটু ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।’ শুধু তাই নয়, ট্যাটু বা উল্কি আঁকার জন্য যে সূঁচ ব্যবহার করা হয়, তা নিরাপদ কিনা তাও জেনে নিতে হবে। একজনের গায়ে ব্যবহার করা সূঁচ কোনও ভাবেই অন্যজনের গায়ে ব্যবহার করা নিরাপদ নয়। এমনকী HIV-র মতো প্রাণঘাতী অসুখকে আমন্ত্রণ জানানো হয় এর দ্বারা।
advertisement
advertisement
advertisement
advertisement