Eggshell Benefits: ডিম খেয়ে খোসা ফেলে দেন, ভুল করছেন! ত্বক থেকে গাছের সার, দারুণ কাজের এই জিনিস, কীভাবে কী কী করবেন জানুন...

Last Updated:
Eggshell Benefits: ডিমের খোলসে থাকা পুষ্টিগুণ ত্বক, চুল, দাঁত ও নখের যত্নে কার্যকর। পাশাপাশি এটি ঘর পরিষ্কার ও গাছের সার হিসেবে দারুণ কাজে লাগে। সঠিকভাবে ব্যবহার করলে ডিমের খোলস নানা কাজে আপনার সহায়ক হতে পারে...
1/9
ডিম খাওয়ার পর অনেকেই খোলস ফেলে দেন। কিন্তু এই খোলস আমাদের জন্য খুবই উপকারী হতে পারে। এতে এমন অনেক উপাদান ও গুণ থাকে, যা আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমনি ঘরোয়া নানা কাজে ব্যবহার করা যায়।
ডিম খাওয়ার পর অনেকেই খোলস ফেলে দেন। কিন্তু এই খোলস আমাদের জন্য খুবই উপকারী হতে পারে। এতে এমন অনেক উপাদান ও গুণ থাকে, যা আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমনি ঘরোয়া নানা কাজে ব্যবহার করা যায়।
advertisement
2/9
রায়বেরেলি জেলার শিবগড় এলাকার এসবিভিপি ইন্টার কলেজের গৃহবিজ্ঞান প্রভাষক অরুণ কুমার সিং ‘লোকাল ১৮’-কে জানালেন যে, ডিমের খোলস শরীরের পাশাপাশি ঘরের কাজে খুবই কার্যকর। খোলস গুঁড়ো করে ব্যবহার করা যায়, আবার অক্ষত অবস্থায় আর্ট ও ক্রাফট তৈরিতেও কাজে লাগে।
রায়বেরেলি জেলার শিবগড় এলাকার এসবিভিপি ইন্টার কলেজের গৃহবিজ্ঞান প্রভাষক অরুণ কুমার সিং ‘লোকাল ১৮’-কে জানালেন যে, ডিমের খোলস শরীরের পাশাপাশি ঘরের কাজে খুবই কার্যকর। খোলস গুঁড়ো করে ব্যবহার করা যায়, আবার অক্ষত অবস্থায় আর্ট ও ক্রাফট তৈরিতেও কাজে লাগে।
advertisement
3/9
তিনি জানান, ডিমের খোলসে প্রচুর পরিমাণে বোরন, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, সালফার ও জিঙ্কসহ ক্যালসিয়াম কার্বোনেট থাকে। এগুলো শরীরের জন্য যেমন উপকারী, তেমনি রান্নাঘরের কাজ, গাছের সার বা অর্গানিক পাউডার হিসেবে ব্যবহার করা যায়। এটি প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট হিসেবেও কাজে লাগে।
তিনি জানান, ডিমের খোলসে প্রচুর পরিমাণে বোরন, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, সালফার ও জিঙ্কসহ ক্যালসিয়াম কার্বোনেট থাকে। এগুলো শরীরের জন্য যেমন উপকারী, তেমনি রান্নাঘরের কাজ, গাছের সার বা অর্গানিক পাউডার হিসেবে ব্যবহার করা যায়। এটি প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট হিসেবেও কাজে লাগে।
advertisement
4/9
শরীরের যত্নে এর ব্যবহারও দারুণ। যদি মুখে বলিরেখা থাকে, তবে ডিমের খোলস ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে মধু ও দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে স্ক্রাব করুন। এতে মুখ উজ্জ্বল হয়ে উঠবে।
শরীরের যত্নে এর ব্যবহারও দারুণ। যদি মুখে বলিরেখা থাকে, তবে ডিমের খোলস ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে মধু ও দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে স্ক্রাব করুন। এতে মুখ উজ্জ্বল হয়ে উঠবে।
advertisement
5/9
চুলের যত্নে খোলসের গুঁড়ো দইয়ের সঙ্গে মিশিয়ে ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। এতে চুলের উজ্জ্বলতা বাড়বে। হলুদ দাঁত সাদা করতে এক চামচ খোলসের গুঁড়োর সঙ্গে এক চিমটি বেকিং সোডা ও নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে দাঁতে ব্যবহার করুন।
চুলের যত্নে খোলসের গুঁড়ো দইয়ের সঙ্গে মিশিয়ে ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। এতে চুলের উজ্জ্বলতা বাড়বে। হলুদ দাঁত সাদা করতে এক চামচ খোলসের গুঁড়োর সঙ্গে এক চিমটি বেকিং সোডা ও নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে দাঁতে ব্যবহার করুন।
advertisement
6/9
নখ মজবুত করতেও এটি উপকারী। খোলসের গুঁড়ো নেইলপলিশে মিশিয়ে লাগালে নখ শক্ত হবে। খোলসের গুঁড়ো বরফে জমিয়ে নিয়ে আঙুলে স্ক্রাব করলে আঙুল নরম ও সুন্দর হবে।
নখ মজবুত করতেও এটি উপকারী। খোলসের গুঁড়ো নেইলপলিশে মিশিয়ে লাগালে নখ শক্ত হবে। খোলসের গুঁড়ো বরফে জমিয়ে নিয়ে আঙুলে স্ক্রাব করলে আঙুল নরম ও সুন্দর হবে।
advertisement
7/9
ঘরোয়া কাজে ডিমের খোলসের ব্যবহারও অনেক। পুড়ে যাওয়া হাঁড়ি বা পাত্র পরিষ্কার করতে এর গুঁড়ো ব্রাশের সাহায্যে ঘষে নিন, হাঁড়ি চকচকে হয়ে যাবে।
ঘরোয়া কাজে ডিমের খোলসের ব্যবহারও অনেক। পুড়ে যাওয়া হাঁড়ি বা পাত্র পরিষ্কার করতে এর গুঁড়ো ব্রাশের সাহায্যে ঘষে নিন, হাঁড়ি চকচকে হয়ে যাবে।
advertisement
8/9
সিঙ্কে জমে থাকা ময়লা পরিষ্কার করতেও এটি কাজে লাগে। সিঙ্কে খোলস ফেলে দিন বা গুঁড়ো ছিটিয়ে পানি ঢেলে দিন, ময়লা পরিষ্কার হয়ে যাবে। গাছের টবে সার হিসেবে খোলসের গুঁড়ো দিলে মাটির গুণমান বাড়বে এবং স্লাগ ও শামুক দূরে থাকবে।
সিঙ্কে জমে থাকা ময়লা পরিষ্কার করতেও এটি কাজে লাগে। সিঙ্কে খোলস ফেলে দিন বা গুঁড়ো ছিটিয়ে পানি ঢেলে দিন, ময়লা পরিষ্কার হয়ে যাবে। গাছের টবে সার হিসেবে খোলসের গুঁড়ো দিলে মাটির গুণমান বাড়বে এবং স্লাগ ও শামুক দূরে থাকবে।
advertisement
9/9
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
advertisement
advertisement
advertisement