দীর্ঘ দিন ধরেই বঙ্গ আহারের সঙ্গী বেগুন। দিশি এই সব্জির গুণও বহু। জনপ্রিয়তাও বেশি। ভাজা, তরকারি, ঝোল, ঝাল থেকে শুরু করে পোড়া-নানা রূপে বেগুনের স্বাদ উপভোগ করেন বাঙালি ভোজনরসিক। বেগুনপোড়ার স্বাদ ছাড়া শীতকালই অসম্পূর্ণ।
2/ 8
আরও একটি খাবারে বেগুনের ভর্তা। অনেকেই মনে করেন দুটি খাবারই এক। কিন্তু আদৌ তা নয়। বেগুন পোড়া এবং বেগুন ভর্তা দুটির বৈশিষ্ট্য আলাদা।
3/ 8
বেগুনপোড়া আদ্যন্ত বাঙালির খাবার। বেগুনের ভর্তা কিন্তু বাংলার বাইরের সুস্বাদু পদ।
4/ 8
বাঙালি হেঁসেলে মূলত শীতকালে বেগুনপোড়া খাওয়া হয়। বেগুনের ভর্তা কিন্তু খাওয়া হয় বছরভর।
5/ 8
বেগুনপোড়ার সময় বেগুনকে পুড়িয়ে নিয়ে তার পর তেল, কাঁচালঙ্কা, পেঁয়াজ, রসুন, নুন, ধনেপাতা দিয়ে মেখে খাওয়া হয়।
ভাত ও রুটির সঙ্গে বেগুনপোড়া খাওয়া হয়। বেগুনের ভর্তার সঙ্গে রায়তা খাওয়ার রীতি প্রচলিত। রুটি, পরোটা, লিট্টি, ডাল, বাটি, চুরমার সঙ্গেও এই পদ বানিয়ে খাওয়া হয়।
8/ 8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Eggplant Dishes: দুই-ই সুস্বাদু! কিন্তু বেগুনপোড়া ও বেগুনভর্তার মধ্যে পার্থক্য কোথায়, জানুন
দীর্ঘ দিন ধরেই বঙ্গ আহারের সঙ্গী বেগুন। দিশি এই সব্জির গুণও বহু। জনপ্রিয়তাও বেশি। ভাজা, তরকারি, ঝোল, ঝাল থেকে শুরু করে পোড়া-নানা রূপে বেগুনের স্বাদ উপভোগ করেন বাঙালি ভোজনরসিক। বেগুনপোড়ার স্বাদ ছাড়া শীতকালই অসম্পূর্ণ।
Eggplant Dishes: দুই-ই সুস্বাদু! কিন্তু বেগুনপোড়া ও বেগুনভর্তার মধ্যে পার্থক্য কোথায়, জানুন
ভাত ও রুটির সঙ্গে বেগুনপোড়া খাওয়া হয়। বেগুনের ভর্তার সঙ্গে রায়তা খাওয়ার রীতি প্রচলিত। রুটি, পরোটা, লিট্টি, ডাল, বাটি, চুরমার সঙ্গেও এই পদ বানিয়ে খাওয়া হয়।