Nail Fungal Infection: নখকুনি খুবই যন্ত্রণাদায়ক! নখের এই ফাঙ্গাল ইনফেকশন কমবে সহজেই, রইল ঘরোয়া টোটকা

Last Updated:
Nail Fungal Infection: নখের পাশের ত্বকে ছোট ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করলে হয় সংক্রমণ। ফলে নখের গোড়ায় লালচে ফোলা, জ্বালা ও পুঁজ জমে থাকে। বিশেষত বর্ষাকালে মানুষ এই সমস্যায় ভোগেন। তবে ঘরোয়া কিছু উপায়ে সহজেই মিলতে পারে স্বস্তি।
1/6
*সুন্দরবনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে সারবছর প্রায় জল-কাদার দাপট থাকে। মাঠে-ঘাটে, রাস্তা-ঘাটে, জঙ্গল-নদীর ঘাট পারাপারে প্রতিদিন ভিজে কাদা মাড়িয়ে চলতে হয় গ্রামের মানুষকে। আর সেই জল-কাদাতেই গাঁট বেঁধে যায় এক যন্ত্রণাদায়ক সমস্যা—নখকুনি। পায়ের নখের মধ্যে ময়লা ঢুকে ব্যথা-বেদনা এমনভাবে বাড়ে যে হাঁটা-চলাই হয়ে ওঠে কষ্টকর।
*সুন্দরবনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে সারবছর প্রায় জল-কাদার দাপট থাকে। মাঠে-ঘাটে, রাস্তা-ঘাটে, জঙ্গল-নদীর ঘাট পারাপারে প্রতিদিন ভিজে কাদা মাড়িয়ে চলতে হয় গ্রামের মানুষকে। আর সেই জল-কাদাতেই গাঁট বেঁধে যায় এক যন্ত্রণাদায়ক সমস্যা—নখকুনি। পায়ের নখের মধ্যে ময়লা ঢুকে ব্যথা-বেদনা এমনভাবে বাড়ে যে হাঁটা-চলাই হয়ে ওঠে কষ্টকর।
advertisement
2/6
*চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস জানান, নখের পাশের ত্বকে ছোট ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করলে হয় সংক্রমণ। ফলে নখের গোড়ায় লালচে ফোলা, জ্বালা ও পুঁজ জমে থাকে। বিশেষত জল-কাদায় সুন্দরবনের বহু মানুষ এই সমস্যায় ভোগেন।
*চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস জানান, নখের পাশের ত্বকে ছোট ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করলে হয় সংক্রমণ। ফলে নখের গোড়ায় লালচে ফোলা, জ্বালা ও পুঁজ জমে থাকে। বিশেষত জল-কাদায় সুন্দরবনের বহু মানুষ এই সমস্যায় ভোগেন।
advertisement
3/6
*প্রথমেই ভিনিগার ও উষ্ণ জলের মিশ্রণ বেশ কার্যকর। একটি পাত্রে গরম জলে কিছুটা ভিনিগার মিশিয়ে আক্রান্ত আঙুলটি ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখলে ফোলা কমে। দু-একদিনেই ব্যথার উপশম অনুভূত হয়।
*প্রথমেই ভিনিগার ও উষ্ণ জলের মিশ্রণ বেশ কার্যকর। একটি পাত্রে গরম জলে কিছুটা ভিনিগার মিশিয়ে আক্রান্ত আঙুলটি ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখলে ফোলা কমে। দু-একদিনেই ব্যথার উপশম অনুভূত হয়।
advertisement
4/6
*পাতিলেবুও নখকুনির ঘরোয়া প্রতিকার। সংক্রামিত স্থানে কয়েক ফোঁটা লেবুর রস লাগিয়ে ২৫-৩০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। ধারাবাহিকভাবে এক থেকে দুই সপ্তাহ করলে উপকার মিলবে।
*পাতিলেবুও নখকুনির ঘরোয়া প্রতিকার। সংক্রামিত স্থানে কয়েক ফোঁটা লেবুর রস লাগিয়ে ২৫-৩০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। ধারাবাহিকভাবে এক থেকে দুই সপ্তাহ করলে উপকার মিলবে।
advertisement
5/6
*এ ছাড়া ভুট্টার গুঁড়োও কাজে দেয়। গরম প্যানে ভুট্টার গুঁড়ো ভেজে জল মিশিয়ে পেস্ট তৈরি করে নখের গোড়ায় লাগালে দ্রুত কমে যায় যন্ত্রণা ও ফোলা।
*এ ছাড়া ভুট্টার গুঁড়োও কাজে দেয়। গরম প্যানে ভুট্টার গুঁড়ো ভেজে জল মিশিয়ে পেস্ট তৈরি করে নখের গোড়ায় লাগালে দ্রুত কমে যায় যন্ত্রণা ও ফোলা।
advertisement
6/6
*স্থানীয়রা বলেন, বর্ষাকালে জল-কাদা এড়ানো কঠিন, তবে ছোটখাটো ঘরোয়া যত্নেই মিলতে পারে সমাধান। নিয়মিত পা পরিষ্কার রাখা, শুকনো মোজা ব্যবহার ও নখ ছোট করে কাটা থাকলে নখকুনির প্রকোপও অনেকটাই কম হয়।
*স্থানীয়রা বলেন, বর্ষাকালে জল-কাদা এড়ানো কঠিন, তবে ছোটখাটো ঘরোয়া যত্নেই মিলতে পারে সমাধান। নিয়মিত পা পরিষ্কার রাখা, শুকনো মোজা ব্যবহার ও নখ ছোট করে কাটা থাকলে নখকুনির প্রকোপও অনেকটাই কম হয়।
advertisement
advertisement
advertisement