Nail Fungal Infection: নখকুনি খুবই যন্ত্রণাদায়ক! নখের এই ফাঙ্গাল ইনফেকশন কমবে সহজেই, রইল ঘরোয়া টোটকা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Nail Fungal Infection: নখের পাশের ত্বকে ছোট ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করলে হয় সংক্রমণ। ফলে নখের গোড়ায় লালচে ফোলা, জ্বালা ও পুঁজ জমে থাকে। বিশেষত বর্ষাকালে মানুষ এই সমস্যায় ভোগেন। তবে ঘরোয়া কিছু উপায়ে সহজেই মিলতে পারে স্বস্তি।
*সুন্দরবনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে সারবছর প্রায় জল-কাদার দাপট থাকে। মাঠে-ঘাটে, রাস্তা-ঘাটে, জঙ্গল-নদীর ঘাট পারাপারে প্রতিদিন ভিজে কাদা মাড়িয়ে চলতে হয় গ্রামের মানুষকে। আর সেই জল-কাদাতেই গাঁট বেঁধে যায় এক যন্ত্রণাদায়ক সমস্যা—নখকুনি। পায়ের নখের মধ্যে ময়লা ঢুকে ব্যথা-বেদনা এমনভাবে বাড়ে যে হাঁটা-চলাই হয়ে ওঠে কষ্টকর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






