Bel & Juin Flower Gardening Tips: ১ মগ জলে জাস্ট ১ চামচ! সাজি উপচে ফুটবে জুঁই-বেলফুল! পাগল করা গন্ধে মাতোয়ারা হবে মন! শর্টকাট টিপস আপনার হাতের মুঠোয়

Last Updated:
Bel & Juin Flower Gardening Tips:অনেকেরই অভিযোগ থাকে, যত্ন করা সত্ত্বেও বেলফুল ও জুঁইগাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কুঁড়িও আসছে না। এই সমস্যা থেকে রেহাই পেতে আছে কিছু শর্টকাট টিপস। যাতে সময় বিশেষ লাগবে না। গাছের পরিচর্যাও হবে।
1/6
 প্রখর গরমের অসহনীয় কষ্টে আরাম ও প্রশান্তি এনে দেয় জুঁই ও বেলফুলের গন্ধ। বাড়িতে এই দুই ফুলের বা দু’টির মধ্যে যে কোনও একটি থাকলে সন্ধ্যায় মিষ্টি গন্ধে মাতোয়ারা হয়ে যেতে হয়।
প্রখর গরমের অসহনীয় কষ্টে আরাম ও প্রশান্তি এনে দেয় জুঁই ও বেলফুলের গন্ধ। বাড়িতে এই দুই ফুলের বা দু’টির মধ্যে যে কোনও একটি থাকলে সন্ধ্যায় মিষ্টি গন্ধে মাতোয়ারা হয়ে যেতে হয়।
advertisement
2/6
অন্যান্য সাদা ফুলের মতো বেল এবং জুঁইও ফোটে সন্ধ্যায়। দু’রকম গাছের অজস্র ফুলের সুবাসে মন ভাল হয়ে যায়। সূর্যের তেজে কমে যায় এদের সুবাস ও সৌন্দর্য।
অন্যান্য সাদা ফুলের মতো বেল এবং জুঁইও ফোটে সন্ধ্যায়। দু’রকম গাছের অজস্র ফুলের সুবাসে মন ভাল হয়ে যায়। সূর্যের তেজে কমে যায় এদের সুবাস ও সৌন্দর্য।
advertisement
3/6
অনেকেরই অভিযোগ থাকে, যত্ন করা সত্ত্বেও বেলফুল ও জুঁইগাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কুঁড়িও আসছে না। এই সমস্যা থেকে রেহাই পেতে আছে কিছু শর্টকাট টিপস। যাতে সময় বিশেষ লাগবে না। গাছের পরিচর্যাও হবে।
অনেকেরই অভিযোগ থাকে, যত্ন করা সত্ত্বেও বেলফুল ও জুঁইগাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কুঁড়িও আসছে না। এই সমস্যা থেকে রেহাই পেতে আছে কিছু শর্টকাট টিপস। যাতে সময় বিশেষ লাগবে না। গাছের পরিচর্যাও হবে।
advertisement
4/6
বেল ও জুঁই এই দুই গাছে শুকনো ফুল ঝরে পড়ে গেলে শূন্য বৃন্ত কাঁচি দিয়ে কেটে দিন। তাহলে সেখানে এবং তার পত্রমুকুলের পাশ দিয়ে নতুন কুঁড়ি প্রস্ফুটিত হবে। শুকিয়ে আসা রোগগ্রস্ত ডাল ছেঁটে দিন। শুকনো ফুল ফেলে দিন। গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলতো হাতে খুঁচিয়ে দিন।
বেল ও জুঁই এই দুই গাছে শুকনো ফুল ঝরে পড়ে গেলে শূন্য বৃন্ত কাঁচি দিয়ে কেটে দিন। তাহলে সেখানে এবং তার পত্রমুকুলের পাশ দিয়ে নতুন কুঁড়ি প্রস্ফুটিত হবে। শুকিয়ে আসা রোগগ্রস্ত ডাল ছেঁটে দিন। শুকনো ফুল ফেলে দিন। গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলতো হাতে খুঁচিয়ে দিন।
advertisement
5/6
এর পর ঝুরো মাটিতে ভার্মিকম্পোস্ট সার দিয়ে দিন গাছের গোড়ায়। এতে প্রচণ্ড গরমে গাছ ভাল থাকবে। এক মগ জলে নিন এক চামচ সরষে খোল, শুকনো করে রাখা কলার খোসা এক মুঠো, এক চামচ হাড়ের গুঁড়ো দিয়ে ওই মিশ্রণ রেখে দিন ৪ থেকে ৫ দিন।
এর পর ঝুরো মাটিতে ভার্মিকম্পোস্ট সার দিয়ে দিন গাছের গোড়ায়। এতে প্রচণ্ড গরমে গাছ ভাল থাকবে। এক মগ জলে নিন এক চামচ সরষে খোল, শুকনো করে রাখা কলার খোসা এক মুঠো, এক চামচ হাড়ের গুঁড়ো দিয়ে ওই মিশ্রণ রেখে দিন ৪ থেকে ৫ দিন।
advertisement
6/6
মজিয়ে নেওয়া এই মিশ্রণে মেশান এক চামচ ‘সাফ’ পাউডার। তার পর আরও কিছুটা জল মিশিয়ে পাতলা করে দিন গাছের গোড়ায়। এই তরল সার অব্যর্থ বেল ও জুঁইগাছের পরিচর্যায়। প্রতি ১০ দিনে ১ বার এটা ব্যবহার করলে গাছ ছেয়ে যাবে সবুজ পাতায়। ঝাঁকড়া গাছে আসবে অজস্র কুঁড়ি।
মজিয়ে নেওয়া এই মিশ্রণে মেশান এক চামচ ‘সাফ’ পাউডার। তার পর আরও কিছুটা জল মিশিয়ে পাতলা করে দিন গাছের গোড়ায়। এই তরল সার অব্যর্থ বেল ও জুঁইগাছের পরিচর্যায়। প্রতি ১০ দিনে ১ বার এটা ব্যবহার করলে গাছ ছেয়ে যাবে সবুজ পাতায়। ঝাঁকড়া গাছে আসবে অজস্র কুঁড়ি।
advertisement
advertisement
advertisement