Bengali Food: সুস্বাদু, ঘিয়ের সীতাভোগ এবারে তৈরি করে ফেলুন বাড়িতেই, কী কী উপকরণ লাগবে? রইল সহজ রেসিপি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Food Recipe: এই মিষ্টি এক সময় মন জয় করে নিয়েছিল তৎকালীন বাংলার বড়লাট লর্ড কার্জনের। ২০১৭ সালে জিআই ট্যাগও পায় এই মিষ্টি। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সেই মিষ্টি।
advertisement
*সীতাভোগের প্রধান উপাদান সীতাসের প্রজাতির গোবিন্দভোগ চাল। তার সঙ্গে নিতে হবে প্রয়োজন মতো ছানা, দুধ, চিনি, এবং গোলাপজাম, কাজুবাদাম ও কিশমিশ। কথিত আছে, সীতাসের প্রজাতির গোবিন্দভোগ চাল থেকে প্রস্তুত হওয়ার কারণেই সীতাভোগের একটি নিজস্ব স্বাদ ও সুগন্ধ হয়। উক্ত সীতাসের বর্ধমান জেলার এক বিশেষ অঞ্চলেই উৎপাদিত হয়। এই চাল গুঁড়ো করে তাতে ১:৪ অনুপাতে ছানা মিশিয়ে পরিমাণমতো দুধ দিয়ে মাখা হয়।
advertisement
advertisement
advertisement