

দুর্গাপুজো ঘিরে শহরে আলোর রোশনাই। শুধু রাস্তাঘাট কেন, আলোয় ঝলমলে হয়ে উঠুক বাড়িও (Photo Collected)


গৃহসজ্জার এক অনন্য উপকরণ হতে পারে ল্যাম্প শেড।রকমারি ডিজাইন, রং, সাইজ দেখে পছন্দ করে নিতে পারেন নিজের বাজেট অনুযায়ী। যদি ঘরে একটু ট্রাডিশনাল লুক দিতে চান তা হলে বেছে নিতে পারেন মধুবনী পেন্টিং বা কলমকারি প্রিন্টের ল্যাম্প শেড। (Photo collected)


পুজোর আগে ঘরের লুক পাল্টানোর জন্য স্পটলাইটিং এক অনবদ্য উপায়। আজকাল অনেকের বাড়িতে ডিজাইনার দেওয়াল থাকে, এই ধরনের দেওয়াল হাইলাইট করার জন্য স্পটলাইট জাতীয় আলো খুবই ভাল (Photo Collected)


প্রিয় কোনও পেন্টিং, অথবা প্রিয় কোনও ছবি ফ্রেম করে বসার ঘরে ঝুলিয়ে দিন। তার উপরে থাক স্পটলাইট বাল্ব। (Photo Collected)


একঘেয়ে সাদা আলোর টিউবলাইট ছেড়ে এই পুজোয় বেছে নিতে পারেন হলুদ আলোর টিউবলাইট। হলুদ আলো ঘরে এনে দেবে আভিজাত্যের ছোঁয়া।