Durga Puja: হাবড়ায় অনন্য উমা, শুকনো ফল, ফুল, পাতা, শিকড় দিয়ে তৈরি প্রতিমা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
এবারের প্রতিমায় তিনি ব্যবহার করেছেন দেশি-বিদেশি গাছের শুকনো ফুল, পাতা, ফল-সহ নানা অংশ। গত জুন মাস থেকেই শুরু হয় এই প্রতিমা তৈরির কাজ। প্রথমে মাটি দিয়ে কাঠামো তৈরি করে থাইল্যান্ডের পাটকাঠি দিয়ে সাজানো হয়েছে প্রতিমার দেহ
advertisement
advertisement
advertisement
advertisement
মুখে ব্যবহার হয়েছে বেলের মালা আর চুল তৈরি করা হয়েছে ফুলকপির শিকড় দিয়ে। দেবীর কোমরের বিছে-সহ সাজসজ্জা হয়েছে ঘাসফুল দিয়ে। শাড়ি ও নখে ব্যবহার হয়েছে পেঁপে গাছের ছাল, পাইন ফল, অস্ট্রেলিয়ার পিনুক গাছের পাপড়ি, আখরোট ফুলের পাপড়ি ও পামছাল। প্রতিমার চালি বানানো হয়েছে কৎবেল দিয়ে, চালচিত্র সিম দিয়ে আর বেদি সাজানো হয়েছে তালপাতা ও ইউরোপ-দক্ষিণ এশিয়ার ডুমুর ফল দিয়ে
advertisement
শিল্পীর কথায়, মা দুর্গার উচ্চতা সাড়ে ১১ ফুট, চওড়া সাড়ে ৭ ফুট। অন্যান্য দেব-দেবীর উচ্চতা ৭ ফুট। ওই পুজো কমিটির প্যান্ডেলও তার তৈরি থিমেই সেজে উঠছে। থিম ‘কাল্পনিক স্বর্ণমন্দির’। উচ্ছিষ্ট সামগ্রী দিয়ে তৈরি এই দেবী মূর্তি পূজিত হবেন সেখানেই। তবে কোনও দেব-দেবীর হাতেই এখানে অস্ত্র থাকছে না, সকলেই অভয় দান করছেন। আর এর মধ্য দিয়েই পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক অনন্য নজির গড়ে তুললেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার।