Durga Puja Special offers at Taj Bengal and Vivanta: পুজোয় এবার রাজকীয় ভোজন ! দুর্গা পুজো স্পেশাল থালি সাজিয়ে তৈরি তাজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Durga Puja Special menu at Taj Bengal and Vivanta Kolkata: তাজ বেঙ্গলে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর এবং তাজ ভিভান্তায় ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পুজো স্পেশাল থালি এবং অন্যান্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷
advertisement
advertisement
তাজ বেঙ্গলে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর এবং তাজ ভিভান্তায় ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পুজো স্পেশাল থালি এবং অন্যান্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷ তাই একটা দিন হলেও লাঞ্চ বা ডিনারে পাঁচতারা হোটেলের এই রাজকীয় খাবারের স্বাদ নিতে যেতেই পারেন ৷ তাজবেঙ্গলের সোনারগাঁও (SONARGAON), ক্যাল-২৭ (CAL-27), চিনয়সেরি (CHINOISERIE) এবং সুক (SOUK)-এর মতো রেস্তোরাঁগুলির পাশাপাশি ভিভান্তার মিন্ট (MYNT) রেস্তোরাঁয় এই দুর্গা পুজো স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে পুজোর দিনগুলিতে ৷
advertisement
সবার ফেভারিট তাজ বেঙ্গলের সোনারগাঁও রেস্তোরাঁয়ে পুজোর দিনগুলিতে পাওয়া যাবে ভেজ, নন-ভেজ, ফিশ ও সি-ফুড স্পেশাল পুজো থালি ৷ গন্ধরাজ লেবুর ঘোল থেকে শুরু করে মাছের কাটলেট, ইলিশ দই পোস্ত, রাধুনি মুর্গি, গোটা মশলার খাসির মাংস, পটলের দোরমা, ডালের কচুরি, কাঁচা আমের চাটনি, ভাপা মিষ্টি দই... কী নেই সেই থালিতে ! পাশাপাশি নিরামিশ থালি এবং সি-ফুড থালিও হতে চলেছে দুর্দান্ত ৷ নিরামিশ থালির দাম ২৪০০ টাকা + ট্যাক্স, আমিশ থালি ২৯০০ টাকা + ট্যাক্স এবং ফিশ ও সি-ফুড থালির দাম ৩২০০ টাকা + ট্যাক্স ৷
advertisement
advertisement