Duck Egg or Chicken Egg: হাঁসের ডিম খেলেই হুড়মুড়িয়ে কোলেস্টেরল বেড়ে দফারফা হার্টের? মুরগির ডিম কি বেশি উপকারী? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Duck Egg or Chicken Egg:২ টি হাঁসের ডিম সমতুল ৩ টি মুরগির ডিমের। মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমে অ্যালবুমিন বা সাদা অংশের পরিমাণ বেশি। ফলে কেক, পেস্ট্রি-সহ যে কোনও বেকিং-এর স্বাদ হাঁসের ডিমে অনেক বেশি ভাল হয়।
advertisement
বরং অনেক ক্ষেত্রেই হাঁসের ডিম বেশি উপকারী মুরগির ডিমের তুলনায়। বলছেন পুষ্টিবিদ মিহো হ্যাটানাকা। তিনি বলেন, হাঁসের ডিম সব সময়ই মুরগির ডিমের তুলনায় বড়। ২ টি হাঁসের ডিম সমতুল ৩ টি মুরগির ডিমের। মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমে অ্যালবুমিন বা সাদা অংশের পরিমাণ বেশি। ফলে কেক, পেস্ট্রি-সহ যে কোনও বেকিং-এর স্বাদ হাঁসের ডিমে অনেক বেশি ভাল হয়।
advertisement
মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমে ফ্যাট, ওমেগা থ্রি, প্রোটিনের পরিমাণ অনেক বেশি। তাই যাঁরা হাই প্রোটিন ডায়েট বা পালেও ডায়েটে থাকেন, তাঁদের জন্য হাঁসের ডিম আদর্শ। হাঁসের ডিমের ভিটামিন বি-১২ সাহায্য করে রেড ব্লাড সেল তৈরি, ডিএনএ সিন্থেসিস এবং সুস্থ স্নায়ুতন্ত্রের গঠনে। হৃদযন্ত্র সুস্থ থাকে। ক্যানসারের আশঙ্কা কমে।
advertisement