Dooars Tourism: চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা! পা ফেললেই নেওরা নদী! চাবাগানে অনাবিল সৌন্দর্যের ঠিকানা ডুয়ার্সের ছাওয়াফেলি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dooars Tourism: চা বাগানের সবুজের মধ্য দিয়ে এই গ্রামের পথে হাঁটতে হাঁটতেই মন বদলে যায়, মন ভাল হয়ে ওঠে অনায়াসেই। পর্যটকদের কাছে এখন ছাওয়াফেলি হয়ে উঠছে সেরা বিকেল কাটানোর সেরা জায়গা।
এর মধ্যে গরুমারা জঙ্গল ঘুরতে আসছেন? তা হলে দিই একটি গোপন জায়গার খোঁজ। যে জায়গাটি অনেকেই এখন ও জানেন না। সেই গোপন রত্ন হল "ছাওয়াফেলি"। জঙ্গলের পেছনে লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রামটিই আজ ধীরে ধীরে উঠে আসছে ডুয়ার্সের নতুন পর্যটন মানচিত্রে। শান্ত, নিরিবিলি আর অনাবিল প্রকৃতির স্পর্শে ভরা "ছাওয়াফেলি" যেন এক বিকেলের পরশে মন ভাল করে দেওয়া কোনও কবিতার মতো।
advertisement
গ্রামে ঘরবাড়ির সংখ্যা অল্প, মানুষের ভিড় নেই বললেই চলে। আর ঠিক সেই নির্জনতাকেই ঘিরে তৈরি হয়েছে এক অনন্য রূপ। গ্রামের পাশে বয়ে গেছে নেওরা নদী, যার বিস্তীর্ণ চরে বিকেলের দিকে দেখা মেলে বন্যপ্রাণের আনাগোনা। জল খেতে আসা হাতির দল, দূরে গর্জন তুলে ঘুরে বেড়ানো বাইসন...এ দৃশ্য চোখের সামনে ধরা দেবে এমনটা ভাবাই যায় না। কিন্তু ছাওয়াফেলিতে দাঁড়ালে প্রকৃতিই সেই চমক আপনাকে উপহার দেবে।
advertisement
শুধু প্রাণীজগতই নয়, এখানকার আকাশও যেন আলাদা রঙে সাজে। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকেই ধরা দেয় ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘা। লাল আভায় ঝলমল করে ওঠা সেই বিকেলের রূপ মনকে ছুঁয়ে যায় অন্য মাত্রায়। রাস্তায় একটু অন্তর অন্তর দেখা মেলে ময়ূরেরও। কখনও রাস্তার মাঝেই দাঁড়িয়ে সে যেন পর্যটকদের নিজের রূপ দেখিয়ে যায় নির্ভয়ে।
advertisement
advertisement
