Dooars Trip: হোমস্টের ব্যালকনিতে দাঁড়ালেই গোটা বিশ্ব চোখের সামনে! কোথায় জানেন? রইল ছোট্ট ছুটির সেরা ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Dooars Trip: এই জায়গাটি ডুয়ার্সের এমন একটি জায়গা, যেখানে পাহাড়ের কোলে হোমস্টে কিংবা হোটেলে বসে অবিশ্রাম জলধারায় ধুয়ে যাওয়া জঙ্গলের রূপ চাক্ষুষ করার সুযোগ মিলবে।
advertisement
advertisement
advertisement
advertisement
*পক্ষীপ্রেমীদের জন্য এই জায়গা একেবারে আদর্শ। গ্রামে যাওয়ার রাস্তায় দেখা মিলবে দিগন্ত বিস্তৃত চা বাগানের। মেঘ আর কুয়াশার আস্তরণ মন ছুঁয়ে যাবেই। বিকেলে দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে, ভেজা পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে কখন যে ২ কিলোমিটার পেরিয়ে যাবেন, বুঝতেই পারবেন না। তখনই চোখের সামনে পড়বে শান্ত সুন্দরী মূর্তি নদী। পাশেই রয়েছে মূর্তি গ্রাম। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*নিউমাল স্টেশন থেকে সামসিং যাওয়া সবচেয়ে সহজ। এখান থেকে ৩৫ কিলোমিটার দূরে সামসিং যাওয়ার জন্য ট্যাক্সি এবং অন্যান্য ভাড়ার গাড়ি পাওয়া যায়। রাতযাপনের জন্য রয়েছে বিভিন্ন সরকারি লজ রয়েছে। এ ছাড়াও রয়েছে অজস্র হোটেল এবং হোমস্টে মাথাপিছু খরচ হতে পারে মাত্র ১২০০ টাকা। তা হলে এবার পুজোর পুজোর প্ল্যানিং এবং প্যাকিং শুরু করে ফেলুন চটজলদি। ফাইল ছবি।