Brain Worms: বর্ষায় হামেশাই 'এই' সবজি খাচ্ছেন? মস্তিষ্ক পেঁচিয়ে ধরবে কৃমি! কুরে কুরে খেয়ে নেবে ব্রেন! সাবধান করছেন চিকিৎসক
- Published by:Shubhagata Dey
Last Updated:
Brain Worms: মাটিতে যে সবজি হয়, সেই শাক-সবজি, স্যালাড, শুয়োরের মাংস বা মাংস ভাল করে ধুয়ে বা সঠিকভাবে রান্না না করে খাওয়া হয়, সেক্ষেত্রে 'ব্রেন ওয়ার্ম' বা মস্তিষ্কে কৃমি হওয়ার সম্ভাবনা থাকে, যাকে নিউরোসিস্টিসারকোসিস বলা হয়।
*অনেকে মনে করেন, বাঁধাকপি খেলে মস্তিষ্কে কৃমি হতে পারে। যদি কোনও শাকসবজি, বিশেষত মাটিতে যে সবজি হয়, সেই শাক-সবজি, স্যালাড, শুয়োরের মাংস বা মাংস ভাল করে ধুয়ে বা সঠিকভাবে রান্না না করে খাওয়া হয়, সেক্ষেত্রে 'ব্রেন ওয়ার্ম' বা মস্তিষ্কে কৃমি হওয়ার সম্ভাবনা থাকে, যাকে নিউরোসিস্টিসারকোসিস বলা হয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*বাঁধাকপি বা মাটিতে জন্মানো সবজি খেলে পোকামাকড় মস্তিষ্কে গিয়ে সেখানে বংশবিস্তার শুরু করে। আসলেই কি এমন হয়? নিউরোলজিস্ট এবং এমডি মেডিসিন ডাঃ প্রিয়াঙ্কা সেহরাওয়াত জানিয়েছেন, মস্তিষ্কে কৃমি ঘুরে বেড়ায় না, তবে এই সমস্যাটি নির্দিষ্ট পরিস্থিতিতে দেখা দেয়, যা আমাদের অসাবধানতায় বাসা বাঁধতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement