সঙ্গম শুধু শারীরিক চাহিদা নয়৷ এর সঙ্গে মানুষের অনুভূতির বহিঃপ্রকাশ
এমন অনেক মানুষ আছেন, যাঁরা প্রবল আদরের পরে অনেক সময়েই কেঁদে ফেলেন। কখনও আদর করার সময়েই তাঁদের চোখ দিয়ে জল পড়ে। তবে এর সঙ্গে কি শুধুই আবেগ?
গবেষণা বলছে যৌনমিলনের পরের কান্নার সঙ্গে মনখারাপের কোনও সম্পর্ক নেই। অনেক সময় অকেসিটোসিন নিঃসরণের ফলে এই ধরনের কান্না বা কান্না জাতীয় অনুভূতি হয়।
তবে বিশেষজ্ঞরা এও বলছেন যে প্রত্যেকবার সঙ্গমের পরে যদি কান্না পায়, তবে সেটিকে অবহেলা না করে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
...