Diwali 2023: শুভ দীপাবলিতে করুন এই কাজগুলি, জীবন ভরে থাকবে অর্থ ও সৌভাগ্যে

Last Updated:
Diwali 2023: শুভ তিথিতে ঈশ্বরের আরাধনা করলে সব বাধাবিঘ্ন দূর হয়ে মঙ্গলাশিস পাওয়া যায় বলে বিশ্বাস
1/7
দীপাবলির শুভ লগ্নে বাড়িতে পুজোপাঠের রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে। মনে করা হয়, এই শুভ তিথিতে ঈশ্বরের আরাধনা করলে সব বাধাবিঘ্ন দূর হয়ে মঙ্গলাশিস পাওয়া যায়।
দীপাবলির শুভ লগ্নে বাড়িতে পুজোপাঠের রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে। মনে করা হয়, এই শুভ তিথিতে ঈশ্বরের আরাধনা করলে সব বাধাবিঘ্ন দূর হয়ে মঙ্গলাশিস পাওয়া যায়।
advertisement
2/7
দীপাবলির রাতভর বাড়ির দক্ষিণ পূর্ব কোণে জ্বালিয়ে রাখুন ঘি বা সর্ষের তেলের প্রদীপ।
দীপাবলির রাতভর বাড়ির দক্ষিণ পূর্ব কোণে জ্বালিয়ে রাখুন ঘি বা সর্ষের তেলের প্রদীপ।
advertisement
3/7
লাল রঙের ব্যবহার সর্বাধিক করুন। লাল রঙের প্রদীপ, মোমবাতি, লাল ফুলে সাজিয়ে তুলুন গৃহকোণ। পুজো শুরুর আগে বাড়িঘর ভাল করে পরিষ্কার করতে ভুলবেন না৷
লাল রঙের ব্যবহার সর্বাধিক করুন। লাল রঙের প্রদীপ, মোমবাতি, লাল ফুলে সাজিয়ে তুলুন গৃহকোণ। পুজো শুরুর আগে বাড়িঘর ভাল করে পরিষ্কার করতে ভুলবেন না৷
advertisement
4/7
দীপাবলিতে পুজো করলে উপচারে ব্যবহার করুন সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু৷ দীপাবলির উপহার হিসেবে কখনও চর্মজাত জিনিস, ধারাল তীক্ষ্ণ জিনিস দেবেন না৷ সেগুলি অশুভ বলে মনে করা হয়৷
দীপাবলিতে পুজো করলে উপচারে ব্যবহার করুন সোনা, রুপোর মতো মূল্যবান ধাতু৷ দীপাবলির উপহার হিসেবে কখনও চর্মজাত জিনিস, ধারাল তীক্ষ্ণ জিনিস দেবেন না৷ সেগুলি অশুভ বলে মনে করা হয়৷
advertisement
5/7
দীপাবলির পুজোয় লোহার বাসনপত্র ব্যবহার করবেন না৷ বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে জুতো বা চটি রাখবেন না৷ বাড়ির জমা আবর্জনা পরিষ্কার করুন৷
দীপাবলির পুজোয় লোহার বাসনপত্র ব্যবহার করবেন না৷ বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে জুতো বা চটি রাখবেন না৷ বাড়ির জমা আবর্জনা পরিষ্কার করুন৷
advertisement
6/7
দীপাবলির পুজো সমাপনে উপবাস ভেঙে গ্রহণ করুন সাত্তিক আহার৷ এই তিথিতে বিরত থাকুন জুয়াখেলা থেকে৷
দীপাবলির পুজো সমাপনে উপবাস ভেঙে গ্রহণ করুন সাত্তিক আহার৷ এই তিথিতে বিরত থাকুন জুয়াখেলা থেকে৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement