Disadvantages of AC: এই গরমে এসি ছাড়া ঘুমাতে পারছেন না? সারা রাত এসি-তে থাকলে শরীরে কী কী বড় ক্ষতি হচ্ছে জানেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এসি চালিয়ে ঘুমালে আরামদায়ক ঘুম হয় ঠিক-ই, কিন্তু এর ফলে শরীরের বারোটা বাজছে কিন্তু! সারা রাত এসি ঘরে ঘুমোলে শরীরে যে-যে সমস্যা হয়--
advertisement
শ্বাসযন্ত্রের সমস্যা: যাঁরা হাঁপানি বা অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য সারা রাত এসি ঘরে শোয়া বিপজ্জনক। এসি-র ঠান্ডা হাওয়া রেসপিরেটরি ট্র্যাক্টে সমস্যা সৃষ্টি করে, ফলে দেখা দেয় সর্দি-কাশি- বুকে চাপ ও নিশ্বাসের সমস্যা। পাশাপাশি, এসি যদি ঠিকমত সার্ভিসিং না করা হয়, এসির হাওয়া অ্যালার্জেন ও বাতাসবহিত জীবাণু সারাঘরে ছড়িয়ে দেয়, যার থেকে দেখা দেয় শ্বাসযন্ত্রের সমস্যা। কাজেই এসি যদি চালাতেই হয়, মাঝারি তাপমাত্রায় চালান, হিউমিডিফায়ার চালু রাখুন। নিয়মিত এসির এয়ার ফিল্টার বদলান।
advertisement
advertisement
advertisement