'কোবরা' ও 'কিং কোবরা' সাপের মধ্যে তফাৎ কী? এই দুই বিষধর সাপ গুলিয়ে ফেলেন অনেকেই...! কোনটা কেমন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Facts: আদতে কি এই দুই সাপ একই গোত্রের? অনেকেই ভাবে, কিং কোবরা হয়তো কোবরার একটি বড় আকার। কিন্তু বিজ্ঞান বলছে, দু’টি সম্পূর্ণ আলাদা প্রজাতি।
সাপ নিয়ে মানুষের জিজ্ঞাসা ও কৌতূহলের শেষ নেই। তাদের মধ্যে কিছু প্রাণী বিষধর, আবার কিছু একেবারে নিরীহ। কিন্তু "কোবরা" শব্দটি শুনলেই অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। অথচ অনেকেই জানেন না, কোবরা একটিমাত্র সাপ নয়—এর নানা প্রজাতি রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল 'কিং কোবরা'—যে নামেই তার রাজার মতো অবস্থান বোঝা যায়। কিন্তু আদতে কি এই দুই সাপ একই গোত্রের?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সাপ নিয়ে মানুষের ভয় বরাবরই প্রবল। তবে সব বিষধর সাপ সমান নয়। কোবরা ও কিং কোবরা—দুই প্রজাতির সাপের বৈজ্ঞানিক ও আচরণগত পার্থক্য জানলে সহজেই বুঝে নেওয়া যায়, এরা আদতে একে অপরের চেয়ে কতটা আলাদা। তাই বনাঞ্চলে বা গ্রাম্য অঞ্চলে এমন সাপের মুখোমুখি হলে সাবধান থাকা জরুরি, কিন্তু সচেতনতাও একই সঙ্গে দরকার।