Detox Water: ত্বক, চুল তো ভাল হবেই! মুডও থাকবে বিন্দাস! রোজ খান এই ম্যাজিক জল!

Last Updated:
Detox Water: মিক্সার বা গ্রাইন্ডার ব্যবহার না করে বাড়িতেই সহজে তৈরি করা যায় ‘ডিটক্স ওয়াটার’৷ ইচ্ছেমতো মিশিয়ে নেওয়া যায় বিভিন্ন রকম ফল, সবজি ও হার্বসের ফ্লেভার ৷
1/6
স্বাস্থ্যসচেতনদের কাছে এখন নতুন ট্রেন্ড ‘ডিটক্স ওয়াটার’। শরবতের মতো এতে চিনি থাকে না বলে শরীরের জন্যও অনেক বেশি ক্যালরিমুক্ত ৷
স্বাস্থ্যসচেতনদের কাছে এখন নতুন ট্রেন্ড ‘ডিটক্স ওয়াটার’। শরবতের মতো এতে চিনি থাকে না বলে শরীরের জন্যও অনেক বেশি ক্যালরিমুক্ত ৷
advertisement
2/6
মিক্সার বা গ্রাইন্ডার ব্যবহার না করে বাড়িতেই সহজে তৈরি করা যায় ‘ডিটক্স ওয়াটার’৷ ইচ্ছেমতো মিশিয়ে নেওয়া যায় বিভিন্ন রকম ফল, সবজি ও হার্বসের ফ্লেভার ৷
মিক্সার বা গ্রাইন্ডার ব্যবহার না করে বাড়িতেই সহজে তৈরি করা যায় ‘ডিটক্স ওয়াটার’৷ ইচ্ছেমতো মিশিয়ে নেওয়া যায় বিভিন্ন রকম ফল, সবজি ও হার্বসের ফ্লেভার ৷
advertisement
3/6
ডিটক্স ওয়াটারের অনেক গুণাগুণ আছে যা অনেকই জানে না। ডিটক্স ওয়াটার শরীরে ইতিবাচক প্রভাব ফেলে।
ডিটক্স ওয়াটারের অনেক গুণাগুণ আছে যা অনেকই জানে না। ডিটক্স ওয়াটার শরীরে ইতিবাচক প্রভাব ফেলে।
advertisement
4/6
 ডিটক্স ওয়াটার মেটাবলিজমকে উন্নত করতে সাহায্য করে তা ওজন কমাতে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যও বজায় রাখে এই পানীয়।
ডিটক্স ওয়াটার মেটাবলিজমকে উন্নত করতে সাহায্য করে তা ওজন কমাতে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যও বজায় রাখে এই পানীয়।
advertisement
5/6
ডিটক্স ওয়াটার শরীর থেকে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে। শরীরের পিএইচ ভারসাম্যকে বজায় রাখে। হজম ক্ষমতা উন্নত করে।
ডিটক্স ওয়াটার শরীর থেকে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে। শরীরের পিএইচ ভারসাম্যকে বজায় রাখে। হজম ক্ষমতা উন্নত করে।
advertisement
6/6
 শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই শরবতের। শুধু মুডকে তো তরতাজা করে তোলে না তার সঙ্গে এই পানীয় শরীরে শক্তির সঞ্চার ঘটায়।
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই শরবতের। শুধু মুডকে তো তরতাজা করে তোলে না তার সঙ্গে এই পানীয় শরীরে শক্তির সঞ্চার ঘটায়।
advertisement
advertisement
advertisement