Beresta Easy Recipe: মুচমুচে জিভে জল আনা সুস্বাদু বেরেস্তা বাড়িতে কিভাবে তৈরি করবেন জানুন টিপস

Last Updated:
বেরেস্তা হবে মুচমুচে,রান্নার স্বাদ বাড়বে ১০গুণ,বাড়িতে বানানোর সহজ রেসিপ জানুন
1/6
বাড়িতে বেরেস্তা মজাদার ও মুচমুচে করতে চাইলে অবশ্যই দেশী পেঁয়াজ দিতে হবে। সেই পেঁয়াজ ডুবো তেলে ভাজতে হবে।
বাড়িতে বেরেস্তা মজাদার ও মুচমুচে করতে চাইলে অবশ্যই দেশী পেঁয়াজ দিতে হবে। সেই পেঁয়াজ ডুবো তেলে ভাজতে হবে।
advertisement
2/6
যতটা পেঁয়াজ থাকবে তার চাইতে বেশি তেল দিতে হবে। এই তেল পরে তরকারি রান্নায় ব্যবহার করতে পারবেন।
যতটা পেঁয়াজ থাকবে তার চাইতে বেশি তেল দিতে হবে। এই তেল পরে তরকারি রান্নায় ব্যবহার করতে পারবেন।
advertisement
3/6
পেঁয়াজ সরু করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নেওয়ার পর আর পেঁয়াজে কোন জল লাগানো যাবেনা। খোসা ছিলে নেওয়ার পর ধুয়ে নিতে হবে।
পেঁয়াজ সরু করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নেওয়ার পর আর পেঁয়াজে কোন জল লাগানো যাবেনা। খোসা ছিলে নেওয়ার পর ধুয়ে নিতে হবে।
advertisement
4/6
মিডিয়াম হাই হিটে বেরেস্তা ভাজতে হবে। কম বা বেশি তাপে ভাজা যাবেনা। পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা চিনি ছড়িয়ে দিতে হবে।
মিডিয়াম হাই হিটে বেরেস্তা ভাজতে হবে। কম বা বেশি তাপে ভাজা যাবেনা। পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা চিনি ছড়িয়ে দিতে হবে।
advertisement
5/6
চিনি দেয়ার পর খুব দ্রুত রঙ ধরবে তাই ঘন ঘন নাড়তে হবে। পেঁয়াজ কাঙ্খিত রঙ ধরলেই রঙ উনান থেকে সরিয়ে নিতে হবে।
চিনি দেয়ার পর খুব দ্রুত রঙ ধরবে তাই ঘন ঘন নাড়তে হবে। পেঁয়াজ কাঙ্খিত রঙ ধরলেই রঙ উনান থেকে সরিয়ে নিতে হবে।
advertisement
6/6
বেরেস্তা তৈরি হলে তেল ঝড়িয়ে ফেলতে হবে।গরম বেরেস্তা কখনো কৌটা বা বয়ামে ভরবেন না। এগুলি মেনে চললেই বেরেস্তা হবে মুচমুচে।
বেরেস্তা তৈরি হলে তেল ঝড়িয়ে ফেলতে হবে।গরম বেরেস্তা কখনো কৌটা বা বয়ামে ভরবেন না। এগুলি মেনে চললেই বেরেস্তা হবে মুচমুচে।
advertisement
advertisement
advertisement