মাত্র ৭ দিন বাকি! ঘরোয়া প্রতিকারেই পুজোর আগে গায়েব মুখের কালো দাগ, জানুন কীভাবে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Skin Care Tips before Durga Puja 2022: এতে ত্বকের কোনও ক্ষতি হবে না। কিন্তু দাগ হালকা হয়ে যাবে। দেখে নেওয়া যাক টোটকাগুলো।
advertisement
advertisement
*অ্যালোভেরা জেল ও গোলাপ জল: অ্যালোভেরা জেল ভিটামিন সি সমৃদ্ধ। এটা ত্বককে কিছুটা হলেও ব্লিচ করে। এ ক্ষেত্রে ব্রণ কিংবা পিম্পল সেরে যাওয়ার পর যে কালো দাগ রয়ে গিয়েছে সেখানে সামান্য অ্যালোভেরা জেল লাগাতে হবে। তবে মাথায় রাখতে হবে, অ্যালোভেরা জেলে কারও কারও অ্যালার্জি হয়। তাই এর সঙ্গে সামান্য গোলাপ জলও মেশাতে হবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
*কাঁচা দুধ ও হলুদ: কাঁচা দুধ ত্বককে এক্সফোলিয়েট করে। শুষ্ক ত্বকের সমস্যা মেটাতেও এটা দারুণ কার্যকরী। মুখের কালো দাগ-ছোপ নিরাময়ে কাঁচা দুধের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এ জন্য কাঁচা দুধে এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে তারপর সেটা মুখে লাগাতে হবে। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই ফল মিলবে হাতেনাতে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
advertisement
advertisement