মাত্র ৭ দিন বাকি! ঘরোয়া প্রতিকারেই পুজোর আগে গায়েব মুখের কালো দাগ, জানুন কীভাবে

Last Updated:
Skin Care Tips before Durga Puja 2022: এতে ত্বকের কোনও ক্ষতি হবে না। কিন্তু দাগ হালকা হয়ে যাবে। দেখে নেওয়া যাক টোটকাগুলো।
1/7
*পুজোর সময় চাই ঝলমলে ত্বক। খুশি-খুশি চেহারা। নতুন জামা, জুতো অথচ মুখে কালো দাগ, সে এক বিচ্ছিরি ব্যাপার। কিন্তু ব্রণ বা পিম্পলের সমস্যায় যাঁরা ভোগেন তাঁদের মুখে বিশেষ করে করে কালো দাগ থেকে যায়। দেখতে বাজে লাগে। কিন্তু হাজার নামি-দামি পণ্য ব্যবহার করেও দাগ সারে না। প্রতীকী ছবি সংগৃহীত।
*পুজোর সময় চাই ঝলমলে ত্বক। খুশি-খুশি চেহারা। নতুন জামা, জুতো অথচ মুখে কালো দাগ, সে এক বিচ্ছিরি ব্যাপার। কিন্তু ব্রণ বা পিম্পলের সমস্যায় যাঁরা ভোগেন তাঁদের মুখে বিশেষ করে করে কালো দাগ থেকে যায়। দেখতে বাজে লাগে। কিন্তু হাজার নামি-দামি পণ্য ব্যবহার করেও দাগ সারে না। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
2/7
*পুজোর সময় মুখে এমন দাগ থাকুক, কেই বা চায়! অনেকে এ জন্য ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন। কিন্তু এতে আদতে কোনও কাজ হয় না। পুজোর মুখে দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আদর্শ হল ঘরোয়া প্রতিকার। এতে ত্বকের কোনও ক্ষতি হবে না। কিন্তু দাগ হালকা হয়ে যাবে। দেখে নেওয়া যাক টোটকাগুলো। প্রতীকী ছবি সংগৃহীত।
*পুজোর সময় মুখে এমন দাগ থাকুক, কেই বা চায়! অনেকে এ জন্য ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন। কিন্তু এতে আদতে কোনও কাজ হয় না। পুজোর মুখে দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আদর্শ হল ঘরোয়া প্রতিকার। এতে ত্বকের কোনও ক্ষতি হবে না। কিন্তু দাগ হালকা হয়ে যাবে। দেখে নেওয়া যাক টোটকাগুলো। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
3/7
*অ্যালোভেরা জেল ও গোলাপ জল: অ্যালোভেরা জেল ভিটামিন সি সমৃদ্ধ। এটা ত্বককে কিছুটা হলেও ব্লিচ করে। এ ক্ষেত্রে ব্রণ কিংবা পিম্পল সেরে যাওয়ার পর যে কালো দাগ রয়ে গিয়েছে সেখানে সামান্য অ্যালোভেরা জেল লাগাতে হবে। তবে মাথায় রাখতে হবে, অ্যালোভেরা জেলে কারও কারও অ্যালার্জি হয়। তাই এর সঙ্গে সামান্য গোলাপ জলও মেশাতে হবে। প্রতীকী ছবি সংগৃহীত।
*অ্যালোভেরা জেল ও গোলাপ জল: অ্যালোভেরা জেল ভিটামিন সি সমৃদ্ধ। এটা ত্বককে কিছুটা হলেও ব্লিচ করে। এ ক্ষেত্রে ব্রণ কিংবা পিম্পল সেরে যাওয়ার পর যে কালো দাগ রয়ে গিয়েছে সেখানে সামান্য অ্যালোভেরা জেল লাগাতে হবে। তবে মাথায় রাখতে হবে, অ্যালোভেরা জেলে কারও কারও অ্যালার্জি হয়। তাই এর সঙ্গে সামান্য গোলাপ জলও মেশাতে হবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
4/7
*কাঁচা দুধ ও হলুদ: কাঁচা দুধ ত্বককে এক্সফোলিয়েট করে। শুষ্ক ত্বকের সমস্যা মেটাতেও এটা দারুণ কার্যকরী। মুখের কালো দাগ-ছোপ নিরাময়ে কাঁচা দুধের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এ জন্য কাঁচা দুধে এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে তারপর সেটা মুখে লাগাতে হবে। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই ফল মিলবে হাতেনাতে। প্রতীকী ছবি সংগৃহীত।
*কাঁচা দুধ ও হলুদ: কাঁচা দুধ ত্বককে এক্সফোলিয়েট করে। শুষ্ক ত্বকের সমস্যা মেটাতেও এটা দারুণ কার্যকরী। মুখের কালো দাগ-ছোপ নিরাময়ে কাঁচা দুধের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এ জন্য কাঁচা দুধে এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে তারপর সেটা মুখে লাগাতে হবে। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই ফল মিলবে হাতেনাতে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
5/7
*কফি পাউডার ও মধু: কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা ত্বকের জন্য খুব উপকীরি। এ জন্য প্রথমে কফি পাউডারের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে ঘষতে হবে আলতো হাতে। এটা শুধু কালো দাগই কমাবে না, ব্ল্যাকহেডসের সমস্যাও মেটাবে। প্রতীকী ছবি সংগৃহীত।
*কফি পাউডার ও মধু: কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা ত্বকের জন্য খুব উপকীরি। এ জন্য প্রথমে কফি পাউডারের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে ঘষতে হবে আলতো হাতে। এটা শুধু কালো দাগই কমাবে না, ব্ল্যাকহেডসের সমস্যাও মেটাবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
6/7
*চন্দন এবং হলুদ: চন্দন এবং হলুদ উভয়েরই ত্বক উজ্জ্বল করার ক্ষমতা রয়েছে। এই দুটি উপাদান প্রথমে দুধে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে। প্রতীকী ছবি সংগৃহীত।
*চন্দন এবং হলুদ: চন্দন এবং হলুদ উভয়েরই ত্বক উজ্জ্বল করার ক্ষমতা রয়েছে। এই দুটি উপাদান প্রথমে দুধে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
7/7
*আলুর রস: আলুর রসেও ব্লিচিং বৈশিষ্ট রয়েছে। আলু থেঁতো করে রস বের করে তাতে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে মুখে লাগাতে হবে। এক সপ্তাহ প্রতিদিন এটা ব্যবহার করলে মুখের দাগ গায়েব হয়ে যাবে। প্রতীকী ছবি সংগৃহীত।
*আলুর রস: আলুর রসেও ব্লিচিং বৈশিষ্ট রয়েছে। আলু থেঁতো করে রস বের করে তাতে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে মুখে লাগাতে হবে। এক সপ্তাহ প্রতিদিন এটা ব্যবহার করলে মুখের দাগ গায়েব হয়ে যাবে। প্রতীকী ছবি সংগৃহীত।
advertisement
advertisement
advertisement