Diabetes Problem: উৎসবের মরশুমে দেদার মাটন খাচ্ছেন? সাবধান, শরীরে বাসা বাঁধতে পারে এই ভয়াল রোগ!
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, যাঁরা সপ্তাহে দু’বার রেড-মিট খান তাঁদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এই নতুন গবেষণাটি হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা পরিচালনা করেছেন। এতে যোগ দিয়েছিলেন ২,১৬,৬৯৫ মানুষ। ৩৬ বছর ধরে প্রতি দুই থেকে চার বছর অন্তর চালানো হয় এই সমীক্ষা। এই সময়ের মধ্যে, ২২ হাজারেরও বেশি মানুষ টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। দেখা গিয়েছে যাঁরা সপ্তাহে দু’বার রেড-মিট খান তাঁদের আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় ৬২ শতাংশ বেশি।
advertisement
advertisement
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন বলেছে, সারাবিশ্বে প্রতি দুইজনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। ২৪০ মিলিয়ন প্রাপ্তবয়স্ক জানেনই না যে তাঁরা এই রোগে আক্রান্ত। ৯০ শতাংশ ক্ষেত্রেই টাইপ ২ ডায়াবেটিস রয়েছে। WHO-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ৩০ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে এবং ৮ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভারত শীঘ্রই 'ডায়াবেটিসের রাজধানী' হয়ে উঠবে। ফলে সতর্ক থাকতে হবে।