আধুনিক জীবন কম্পিউটার ছাড়া কার্যত অচল। শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রই নয়। বিভিন্ন ধরনের চাকরি বা কাজেই অত্যাবশ্যকীয় হল কম্পিউটার ও ল্যাপটপ।
অতীতের ঢাউশ ডেস্কটপ আজ অতীত। আধুনিক প্রজন্ম বরং বেশি স্বচ্ছন্দ হাল্কা ল্যাপটপে কাজ করতে। আধুনিক ডেস্কটপও অবশ্য দারুণ ঝাঁ চকচকে।
দিনরাত কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও আমরা মনেই রাখি না এগুলি আসলে ইংরেজি শব্দ।
বাংলা শব্দভাণ্ডারে কম্পিউটার, ল্যাপটপ ঢুকে প্রায় মিশে গিয়েছে। যদিও এদের বাংলা প্রতিশব্দও কিন্তু আছে।
কম্পিউটারকে বলা যেতে পারে হিসেবকারী স্বয়ংক্রিয় যন্ত্রবিশেষ। আবার কোনও কোনও অভিধানে একে বলা হয়েছে গণনার যন্ত্র বা পরিগণক।
যদিও গণনার বাইরে আরও অগণিত কাজ করে কম্পিউটার। কিন্তু তবুও এর নামের পাশ থেকে গণনার বিশেষণ দূর হয় না।
কম্পিউটারকে বৈদ্যুতিন গণনাকারী বা হিসাবকারী নামেও অভিহিত করা হয়। ল্যাপটপকে বাংলায় বলা হয় স্থানান্তরযোগ্য বৈদ্যুতিন গণক।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
...