Cleaning Tips: সিঁদুর খেলতে গিয়ে শাড়িতে দাগ, মন খারাপ না করে ৪টে উপায় জানুন, এক নিমেষে দাগ দূর
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
আলমারিতে সাধের লাল পাড় সাদা শাড়ি পরে অনেকেই সিঁদুর খেলায় মেতে ওঠে, অথচ সেই শাড়িতে সিঁদুর লাগলেই মনের ভিতর খচখচ করতে থাকে৷ তবে কয়েকটা উপায় মানলেই সব দাগ উধাও হয়ে যাবে৷
পঞ্জিকা অনুযায়ী পুজো গতকালই শেষ৷ অথচ মাকে কী আর তাড়াতাড়ি বিদায় দিতে মন চায়? তাই আজও বহু জায়গায় বিজয়া পালিত হচ্ছে৷ বিজয়া মানেই লালপেড়ে শাড়ি পড়ে সিঁদুর খেলা৷ আলমারিতে সাধের লাল পাড় সাদা শাড়ি পরে অনেকেই সিঁদুর খেলায় মেতে ওঠে, অথচ সেই শাড়িতে সিঁদুর লাগলেই মনের ভিতর খচখচ করতে থাকে৷ তবে কয়েকটা উপায় মানলেই সব দাগ উধাও হয়ে যাবে৷
advertisement
শেভিং ক্রিম দিয়েও পোশাক থেকে সিঁদুরের দাগ তোলা সম্ভব৷ শাড়ির যে অংশে সিঁদুর লেগেছে, সেখানে খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে রাখুন৷ মিনিট দশেক পর একটা ব্রাশ ঘষলেই উঠে যাবে৷
advertisement
ফ্রিজে নিশ্চয়ই বরফ আছে? তা হলে সিঁদুরের দাগের উপর কাপড়ে মুড়ে বরফ ঘষতে থাকুন৷ কিছুক্ষণ পর দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে৷
advertisement
হ্যান্ড স্যানিটারাইজ়ারও সিঁদুরের দাগ তুলে ফেলতে সক্ষম৷ স্যানেটারাইজ়ারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলে পেলতে সক্ষম৷ সিঁদুরের উপর এই দাগ স্প্রে করুন৷ তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন৷ সিঁদুরের দাগ উঠে যাবে৷
advertisement