Cleaning Tips: সিঁদুর খেলতে গিয়ে শাড়িতে দাগ, মন খারাপ না করে ৪টে উপায় জানুন, এক নিমেষে দাগ দূর
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
আলমারিতে সাধের লাল পাড় সাদা শাড়ি পরে অনেকেই সিঁদুর খেলায় মেতে ওঠে, অথচ সেই শাড়িতে সিঁদুর লাগলেই মনের ভিতর খচখচ করতে থাকে৷ তবে কয়েকটা উপায় মানলেই সব দাগ উধাও হয়ে যাবে৷
পঞ্জিকা অনুযায়ী পুজো গতকালই শেষ৷ অথচ মাকে কী আর তাড়াতাড়ি বিদায় দিতে মন চায়? তাই আজও বহু জায়গায় বিজয়া পালিত হচ্ছে৷ বিজয়া মানেই লালপেড়ে শাড়ি পড়ে সিঁদুর খেলা৷ আলমারিতে সাধের লাল পাড় সাদা শাড়ি পরে অনেকেই সিঁদুর খেলায় মেতে ওঠে, অথচ সেই শাড়িতে সিঁদুর লাগলেই মনের ভিতর খচখচ করতে থাকে৷ তবে কয়েকটা উপায় মানলেই সব দাগ উধাও হয়ে যাবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
