ভারতীয় মশলার গুণ অশেষ৷ খাবারের স্বাদ বৃদ্ধি ছাড়াও প্রতি মশলার আলাদা বৈশিষ্ট্যও রয়েছে৷ দারচিনিও ব্যতিক্রম নয়৷ গোটা বা মশলা, যে কোনও রূপে দারচিনি খাওয়া যায়৷ একাধিক রকম দারচিনির মধ্যে ‘দারুচিনি দেশ’ শ্রীলঙ্কারটাই স্বাদেগুণে সেরা৷ (health benefits of cinnamon)
পুরষদের ক্ষেত্রে দারচিনি সেবন খুবই সহায়ক৷ ইরেক্টাইল ডিসফাংশনে কার্যকর এই মশলা৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধ বা জলে দারচিনি মিশিয়ে খান৷ পান করতে পারেন দারচিনির চাও৷
4/ 7
রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে ডায়াবেটিক রোগীরা দারচিনি দুধ বা দারচিনি চা পান করুন৷ হাড়ের সমস্যা, গাঁটের ব্যথা, শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়ার সমস্যা প্রশমনে দারচিনি কার্যকর৷
5/ 7
ঈষদু্ষ্ণ জল বা দুধে দারচিনি মিশিয়ে খেলে পুরুষদের বন্ধ্যাত্ব দূর হয়৷ স্যালাড, স্মুদি, দই, স্যুপেও দারচিনি মিশিয়ে খেতে পারেন৷
6/ 7
কাজের চাপে সব সময় ক্লান্ত লাগলে নিয়মিত দারচিনি খান৷ এছাড়া দারচিনির পাতা পিষে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয়৷
7/ 7
মধুর সঙ্গে দারচিনি পেস্ট মিশিয়ে মালিশ করুন মুখে৷ দূর হবে ব্রণ ও অ্যাকনের সমস্যা৷ ঝলমল করবে ত্বক৷