Child Using Slang Language: সন্তান হঠাৎ গালিগালাজ শিখেছে? কথা বলছে অশ্রাব্য ভাষায়? অভিভাবক হিসেবে আপনার কী করা উচিত জানুন

Last Updated:
Child Using Slang Language: অভিভাবক হিসেবে আপনিও কি আপনার সন্তানের মুখের ভাষা নিয়ে চিন্তিত? কী করবেন এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলে? জানুন
1/10
সন্তান মানুষ করা মোটেই সহজ নয়। সন্তানকে ঠিক ভাবে মানুষ করতে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয় বাবা-মাকে। বিভিন্ন বিষয়ে সন্তানকে যেমন জানাতে হয়, তেমনই অনেক বিষয় আছে যা ভুলেও সন্তানের সামনে বলতে বা করতে নেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
সন্তান মানুষ করা মোটেই সহজ নয়। সন্তানকে ঠিক ভাবে মানুষ করতে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয় বাবা-মাকে। বিভিন্ন বিষয়ে সন্তানকে যেমন জানাতে হয়, তেমনই অনেক বিষয় আছে যা ভুলেও সন্তানের সামনে বলতে বা করতে নেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
2/10
অনেক সময়ই দেখা যায় ছোট ছেলে বা মেয়ের মুখে অশ্রাব্য ভাষা। চলতি কথায় যাকে আমরা গালাগালি বলে থাকি, তারই কোনও একটি বা কয়েকটি শব্দ শিখে ফেলেছে সন্তান।
অনেক সময়ই দেখা যায় ছোট ছেলে বা মেয়ের মুখে অশ্রাব্য ভাষা। চলতি কথায় যাকে আমরা গালাগালি বলে থাকি, তারই কোনও একটি বা কয়েকটি শব্দ শিখে ফেলেছে সন্তান।
3/10
অভিভাবক হিসেবে আপনিও কি আপনার সন্তানের মুখের ভাষা নিয়ে চিন্তিত? কী করবেন এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলে? জানুন
অভিভাবক হিসেবে আপনিও কি আপনার সন্তানের মুখের ভাষা নিয়ে চিন্তিত? কী করবেন এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলে? জানুন
4/10
খেয়াল রাখুন আপনার সন্তান ঠিক কোন সময়ে খারাপ শব্দ বা অশ্রাব্য ভাষা বলছে। খেলার সময় বা রেগে গিয়ে সহপাঠীদের নামে খারাপ বলছে?
খেয়াল রাখুন আপনার সন্তান ঠিক কোন সময়ে খারাপ শব্দ বা অশ্রাব্য ভাষা বলছে। খেলার সময় বা রেগে গিয়ে সহপাঠীদের নামে খারাপ বলছে?
5/10
যদি তাই হয়, তাহলে আপনাকে সন্তানের এই অভ্যেস নিয়ে ভাবতে হবে। তবে রেগে গেলে হবে না।
যদি তাই হয়, তাহলে আপনাকে সন্তানের এই অভ্যেস নিয়ে ভাবতে হবে। তবে রেগে গেলে হবে না।
6/10
সন্তান কেন অশ্লীল ভাষা বলছে এই প্রশ্নের উত্তর জানতে আগে ভাবতে হবে তার বয়স কত। ছোটরা যা শোনে, সেটাই কিন্তু সবার আগে শিখে ফেলে। স্কুলের পাশাপাশি, বাড়িতেও মা-বাবা বা অন্য আত্মীয়রা কীভাবে কথা বলেন তা ভাবতে হবে।
সন্তান কেন অশ্লীল ভাষা বলছে এই প্রশ্নের উত্তর জানতে আগে ভাবতে হবে তার বয়স কত। ছোটরা যা শোনে, সেটাই কিন্তু সবার আগে শিখে ফেলে। স্কুলের পাশাপাশি, বাড়িতেও মা-বাবা বা অন্য আত্মীয়রা কীভাবে কথা বলেন তা ভাবতে হবে।
7/10
যেমন শব্দ সে শোনে, সেগুলোই শিশুরা নকল করার চেষ্টা করে। ফলে অনেক সময়ই মানে না বুঝেই এর মধ্যে বিশেষ কোনও মজা লুকিয়ে রয়েছে ভেবে গালাগালি শব্দ ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি আলাদা করে সেই শব্দ নিয়ে কোনও নির্দেশ সন্তানকে দেবেন না।
যেমন শব্দ সে শোনে, সেগুলোই শিশুরা নকল করার চেষ্টা করে। ফলে অনেক সময়ই মানে না বুঝেই এর মধ্যে বিশেষ কোনও মজা লুকিয়ে রয়েছে ভেবে গালাগালি শব্দ ব্যবহার করে। সেক্ষেত্রে আপনি আলাদা করে সেই শব্দ নিয়ে কোনও নির্দেশ সন্তানকে দেবেন না।
8/10
আপনি যখনই 'এটা বোলো না' বলবেন, তখনই তার আরও আকর্ষণ বাড়বে সেটির প্রতি। ফলে বিষয়টি এড়িয়ে যান, কিছুদিন পর সেটি সে নিজেই ভুলে যাবে।
আপনি যখনই 'এটা বোলো না' বলবেন, তখনই তার আরও আকর্ষণ বাড়বে সেটির প্রতি। ফলে বিষয়টি এড়িয়ে যান, কিছুদিন পর সেটি সে নিজেই ভুলে যাবে।
9/10
সন্তান যদি একটু বড় হয়, যেমন-৮ থেকে ১৪ বছর। তাদেরকে এই শব্দ ব্যবহার ঠিক নয় তা বুঝিয়ে বলতে পারেন।
সন্তান যদি একটু বড় হয়, যেমন-৮ থেকে ১৪ বছর। তাদেরকে এই শব্দ ব্যবহার ঠিক নয় তা বুঝিয়ে বলতে পারেন।
10/10
যদি সন্তান কারও সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে ক্ষমা চাইতে শেখান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
যদি সন্তান কারও সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে ক্ষমা চাইতে শেখান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)