Health Care: নখের রঙে লুকিয়ে বিপদ! 'এই' লক্ষণগুলির কোনওটি দেখলেই সাবধান! জানুন কিসে মিলবে প্রতিকার
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Care: নখ দেখেই বলে দেওয়া যায় শরীরের কোনও ভিটামিনের অভাব রয়েছে কি না। শরীরের হিমোগ্লোবিনের মাত্রাও জানা যায়।
advertisement
advertisement
advertisement
*খুঁজে বের করার কৌশল: ডা. ভি কে পান্ডে বলেন, ‘আপনার নখ যদি খুব হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে ভিটামিন বি১২ এবং ভিটামিন বি১৬-এর মারাত্মক ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত, যেমন সবুজ ছোলা, পালং শাক, দুধ, পনির এবং সয়া। এতে ভিটামিনের ঘাটতি পূরণ হবে। নখ কালো হয়ে গেলে বুঝতে হবে কিডনির সমস্যা আছে’। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*ঘরেই রয়েছে প্রতিকার: ডা. ভি কে পান্ডে আরও বলেন, নখ যদি ঘন ঘন ভেঙে যায় তাহলে বুঝতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। এরকম হলে সুষম খাদ্য গ্রহণ করে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। খাবারে সমান পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভাল চর্বি, পুষ্টি, ভিটামিন এবং গ্লুকোজ থাকা উচিত। প্রতিদিনের ডায়েটে ভাল খাদ্য রাখতে হবে। সঙ্গে নিয়মিত যোগব্যায়াম করা উচিত। দীর্ঘ সময়ের জন্য স্বাস্থ্য ভাল থাকবে। সংগৃহীত ছবি।






