Caterpillar Sting Remedies: শুঁয়োপোকার হুল শরীরে ফুটলে কী করবেন? কী করলে দ্রুত কমবে চুলকানি ও ফোলাভাব
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Caterpillar Itchiness Remedies: শুঁয়োপোকার যন্ত্রণা থেকে বাঁচতে প্রাথমিক অবস্থায় বেশ কিছু ঘরোয়া টিপস মেনে চললে পাবেন দারুণ উপকার। এর ফলে কমবে কমবে চুলকানি ও লাল ফোলাভাব।
হেমন্ত থেকে শীতের পর্যন্ত গ্রাম বাংলায় বিভিন্ন গাছ-গেছে একটু বেশি শুঁয়োপোকার উপদ্রব দেখা মেলে। আর এটি শরীরে লাগলে শুরু হয় তীব্র জ্বলন।
advertisement
শুঁয়োপোকার হুল কোনভাবে গায়ে লাগলে যন্ত্রণার শেষ থাকেনা। এটি ত্বকে লাগলেই রোঁয়াগুলি আটকে গিয়ে ফুলে যায়। এর ফলে শুরু হয় তীব্র চুলকানি ও যন্ত্রণা।
advertisement
শুঁয়োপোকার যন্ত্রণা থেকে বাঁচতে প্রাথমিক অবস্থায় বেশ কিছু ঘরোয়া টিপস মেনে চললে পাবেন দারুণ উপকার। এর ফলে কমবে কমবে চুলকানি ও লাল ফোলাভাব।
advertisement
চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, শুয়োপোকা গায়ে লাগলে প্রথমে উচিত। ত্বক থেকে ভালোমতো হুলগুলো তুলে ফেলা। এরপর ঠান্ডা জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
চুন শুঁয়োপোকার রোঁয়া দূর করতে দারুণ উপকারী। চুনের ক্ষারীয় গুণ রোঁয়ার বিষ দূর করে। এর ফলে ত্বকের ওই অংশে চুলকানি কমে যায়।
advertisement
