Butterfish (Pabda) Side Effects: পাবদা মাছ ভালোবাসেন? খেলে শরীরে কী হয় জানেন তো...? আরেকবার খাওয়ার আগে জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Butterfish (Pabda) Side Effects: ঘরোয়া অনুষ্ঠানের সর্ষে বাটা ঝাল হোক বা প্রতিদিনের কালো জিরে পাতলা ঝোল, পাবদা মাছ পাতে পেলে খুশি না হয়ে পারেন না বেশিরভাগ বাঙালি। এটি সুস্বাদু বলেও পরিচিত। কিন্তু এই মাছ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে?
advertisement
advertisement
ঘরোয়া অনুষ্ঠানের সর্ষে বাটা ঝাল হোক বা প্রতিদিনের কালো জিরে পাতলা ঝোল, পাবদা মাছ পাতে পেলে খুশি না হয়ে পারেন না বেশিরভাগ বাঙালি। এটি সুস্বাদু বলেও পরিচিত। কিন্তু এই মাছ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে? এটি শরীরের জন্য উপকারী? নাকি অলক্ষে ক্ষতি করছে শরীরের? জেনে নিন এই পাবদা মাছ সম্পর্কে যাবতীয় গুনাগুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশিষ্ট চিকিৎসক ক্যাথলিন এম জেলম্যান, RD, LD, MPH তাঁর পর্যালোচনাতে লিখেছেন, "কম-ক্যালোরিযুক্ত খাবার থেকে উচ্চ পুষ্টিগুন সমৃদ্ধ খাবারের মধ্যে সবচেয়ে সস্তা দুর্দান্ত বিকল্প হিসেবে দেখা যেতে পারে বাটার ক্যাটফিশ বা পাবদা মাছকে। এটি ভিটামিন বি 12 , প্রোটিন এবং ওমেগা -3 এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে এবং এটি অত্যন্ত বহুমুখী গুণাগুণ সমৃদ্ধ একটি মাছ।
advertisement
advertisement