Summer Hacks: ভীষণ গরমে নাজেহাল! বেশি খরচ না করেই ঘরকে হিম শীতল রাখার কয়েকটি দুর্দান্ত উপায়

Last Updated:
Tricks To Cool Home: গরমের ফলে প্রাণ নাজেহাল হয়ে যায়, তুমুল গরমের হাত থেকে রক্ষা পেতে এই পদ্ধতিগুলিতে ঘরের গরম থেকে রক্ষা পাওয়া সম্ভব
1/9
এই গরমে ডেজার্ট কুলার (Desert Cooler) ব্যবহার করতে পারেন ৷ যা সাধারণ এসির সঙ্গে তুলনা করে বলা যেতে পারে যে মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ খরচ করেই ঘর ঠান্ডা করে দেবে ৷ এই ডেজার্ট কুলার গরমে লাগাতার কম বিদ্যুৎ খরচ করেই গরমে শান্তি পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
এই গরমে ডেজার্ট কুলার (Desert Cooler) ব্যবহার করতে পারেন ৷ যা সাধারণ এসির সঙ্গে তুলনা করে বলা যেতে পারে যে মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ খরচ করেই ঘর ঠান্ডা করে দেবে ৷ এই ডেজার্ট কুলার গরমে লাগাতার কম বিদ্যুৎ খরচ করেই গরমে শান্তি পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
তুমুল গরম থেকে বাঁচতে ঘরের পর্দা জলে চুপচুপে করে ভিজিয়ে রাখতে পারেন ৷ প্রাচীনকাল থেকেই এই পন্থা অবলম্বন করা হচ্ছে ৷ আগে থেকেই পর্দা ভেজা থাকার কারণেই সূর্যের উত্তাপ বেশি মাত্রায় প্রবেশ করতে পারেনা ৷ প্রতীকী ছবি ৷
তুমুল গরম থেকে বাঁচতে ঘরের পর্দা জলে চুপচুপে করে ভিজিয়ে রাখতে পারেন ৷ প্রাচীনকাল থেকেই এই পন্থা অবলম্বন করা হচ্ছে ৷ আগে থেকেই পর্দা ভেজা থাকার কারণেই সূর্যের উত্তাপ বেশি মাত্রায় প্রবেশ করতে পারেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
তুমুল গরম থেকে বাঁচতে ঘরের পর্দা জলে চুপচুপে করে ভিজিয়ে রাখতে পারেন ৷ প্রাচীনকাল থেকেই এই পন্থা অবলম্বন করা হচ্ছে ৷ আগে থেকেই পর্দা ভেজা থাকার কারণেই সূর্যের উত্তাপ বেশি মাত্রায় প্রবেশ করতে পারেনা ৷ প্রতীকী ছবি ৷
তুমুল গরম থেকে বাঁচতে ঘরের পর্দা জলে চুপচুপে করে ভিজিয়ে রাখতে পারেন ৷ প্রাচীনকাল থেকেই এই পন্থা অবলম্বন করা হচ্ছে ৷ আগে থেকেই পর্দা ভেজা থাকার কারণেই সূর্যের উত্তাপ বেশি মাত্রায় প্রবেশ করতে পারেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
তীব্র গরম থেকে বাঁচতে ৷ ঘর ঠান্ডা রাখতে Misting Fan ফ্যানের ব্যবহার করা যেতে পারে ৷ Misting Fan থমকে থমকে জল শোষণ করে ৷ আশেপাশের গরম হাওয়া শোষণ করে ৷ প্রতীকী ছবি ৷
তীব্র গরম থেকে বাঁচতে ৷ ঘর ঠান্ডা রাখতে Misting Fan ফ্যানের ব্যবহার করা যেতে পারে ৷ Misting Fan থমকে থমকে জল শোষণ করে ৷ আশেপাশের গরম হাওয়া শোষণ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
সিলিং ফ্যানের সাহায্যে ঘরে ঠান্ডা হাওয়া নির্গত করা সম্ভব নয় কিন্তু ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঘোরানো ফেরানো সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
সিলিং ফ্যানের সাহায্যে ঘরে ঠান্ডা হাওয়া নির্গত করা সম্ভব নয় কিন্তু ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঘোরানো ফেরানো সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
ঘর ঠান্ডা রাখতে গেলে কিছুক্ষণের জন্য এসি চালাতে হবে তারপরে বন্ধ করে দিতে হবে ৷ সিলিং ফ্যান চালানোর পরে ঠান্ডা হাওয়ার প্রভাব থাকবে ৷ প্রতীকী ছবি ৷
ঘর ঠান্ডা রাখতে গেলে কিছুক্ষণের জন্য এসি চালাতে হবে তারপরে বন্ধ করে দিতে হবে ৷ সিলিং ফ্যান চালানোর পরে ঠান্ডা হাওয়ার প্রভাব থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এর প্রভাবে গরমের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ৷ লাগাতার এসি না চালালেও বিদ্যুতের খরচ কম হবে ৷ প্রতীকী ছবি ৷
এর প্রভাবে গরমের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ৷ লাগাতার এসি না চালালেও বিদ্যুতের খরচ কম হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
বেশ কিছু মানুষ পুরনো সময়ের Incandescent Light Bulb ব্যবহার করেন ৷ বাল্ব ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে ৷ প্রচুর শক্তিশালী এলইডি বাল্ব ঘরে দেওয়া অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
বেশ কিছু মানুষ পুরনো সময়ের Incandescent Light Bulb ব্যবহার করেন ৷ বাল্ব ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে ৷ প্রচুর শক্তিশালী এলইডি বাল্ব ঘরে দেওয়া অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
এলইডি বাল্ব কম বিদ্যুতের খরচেও ঘরে আলো ছড়ায় ৷ এরফলে বাড়েনা গরমও ৷ এলইডি বাল্ব বিদ্যুৎ খরচ কম করে ৷ ঘরে আলো ছড়ায় ৷ ফলে বাড়েনা বিদ্যুৎ-ও ৷ প্রতীকী ছবি ৷
এলইডি বাল্ব কম বিদ্যুতের খরচেও ঘরে আলো ছড়ায় ৷ এরফলে বাড়েনা গরমও ৷ এলইডি বাল্ব বিদ্যুৎ খরচ কম করে ৷ ঘরে আলো ছড়ায় ৷ ফলে বাড়েনা বিদ্যুৎ-ও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement