দেশে করোনার দ্বিতীয় ঢেউ বহু মানুষের প্রাণ কাড়ছে। এই সময় বহু মানুষ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। অক্সিজেনের সমস্যা হচ্ছে। অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে শরীরে। তবে শুধু করোনা নয় শ্বাস-প্রশ্বাসের অভ্যেস যেকোনও সময় করা ভালো। এতে দূরে থাকে সর্দি, কাশি, মাথা ব্যাথা, স্ট্রেস, এমনকি হার্টকে রাখে সতেজ। শুধু মানতে হবে কয়েকটি পদ্ধতি। photo source collected