ব্রেক ফাস্টের সঠিক টাইম হল ৮ টা থেকে ৯টার মধ্যে খেয়ে নেওয়া। দিনের সব কটি মিলের মধ্যেই একটা সময়-গ্যাপ রাখতে হবে। যারা সকালে টোস্ট খান, তারা বাটার, পিনাট দিয়ে খান। সঙ্গে ডিম সেদ্ধ, কলা খান। বা ফলের রস খান। নানা রকম সবজি সেদ্ধও খেতে পারেন। আমন্ড বাদাম খান। চিনির বদলে মধু খান। photo source collected
রুটিও খেতে পারেন সকালে। আটার রুটি সঙ্গে একবাটি ডাল সেদ্ধ। বা সবজি খান। সালাড খান। সঙ্গে একবাটি ছানা বা ডিম সেদ্ধ রাখুন। সকালে ময়দার খাবার না খাওয়াই ভাল। লুচি বা পরোটা সকালে এড়িয়ে চলুন। এতে হজমের সমস্যা হতে পারে। photo source collected, Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন...