'গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট শুনে আনন্দিত হয়েছিলাম, কিন্তু রাতটা কাটিয়েছিলাম অন্য মেয়ের সঙ্গে'...
Last Updated:
গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট শুনে আনন্দিত হয়েছিলাম কিন্তু রাতটা কাটিয়েছিলাম অন্য মেয়ের সঙ্গে ৷ এমনই শিকারোক্তি নাম প্রকাশ্য অনিচ্ছুক এক ব্যক্তির ৷ বয়স ৩৮ ৷ বারো বছরের সম্পর্ক তাদের ৷ ২টি সন্তানও রয়েছে ৷ আবারও গার্লফ্রেন্ড সন্তানসম্ভবা ৷ খবরটি পেয়ে ভীষণই উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি ৷ তবে তারপরই অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপনে এক অনিশ্চয়তার মধ্যে পড়ে যান ৷ Photo Collected
advertisement
তিনি জানিয়েছেন, আমার বান্ধবী এই খুশির খবর আমায় জানানোর পরই আত্মীয় ও বন্ধুদের ফোন করতে থাকেন ৷ আমিও খুশি হয়ে স্থানীয় একটি পাবে যাই ৷ সেখানে গিয়েই এক সুন্দরীর সঙ্গে মুখোমুখি হই ৷ বারবার নজর যায় তার দিকে ৷ মেয়েটিও আমায় দেখছিল ৷ বেশ কিছুক্ষণ এমন চলতে থাকে ৷ মেয়েটি খুবই সুন্দরী ছিল ৷ তবে মনে হয়েছিল ও আমার থেকে অনেকটাই ছোট ৷ পরে তা জানতেও পারি ৷ ও আমার থেকে প্রায় বছর কুড়ি ছোট ছিল ৷ Photo Collected
advertisement
তিনি আরও জানান, মেয়েটি আমায় ফলো করতে থাকে ৷ ওই প্রথম ইশারা করে ৷ আমি নিজেকে আটকাতে পারিনি ! খুব অদ্ভুত লেগেছিল ৷ নিজের সন্তান আসছে শুনে খুশীরে সেলিব্রেট করতে এসেছিলাম পাবে, আর এমন ঘটনা ঘটবে আমার সঙ্গে ? কিন্তু কিছুতেই নিজেকে আটকাতে পারিনি ৷ সেই রাতে আমরা প্রায় তিনবার মিলিত হয়েছিলাম ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement