পয়লা বৈশাখ মানেই দেদার ভুরিভোজ ! পয়লা বৈশাখ মানে রোজকার চাউমিন, মোমো, এগ রোল-চিকেন রোল বাদ দিয়ে একেবারে খাঁটি বাঙালিয়ানা ৷ মা-ঠাকুমার হাতে রান্নার স্বাদকে যেন ফিরে পাওয়া ৷ কচুর শাক, কচুর লতি, টকের ডাল বা মাছের মাথা পুঁই শাক ৷ ভাজা মুগের ডালে মাছের মাথা, কচি পাঁঠার ঝোল ! সঙ্গে বাসমতি চালের ভাত কিংবা পোলাও ৷ পয়লা বৈশাখের খাবার-দাবার এছাড়া হয় নাকি ! তবে এই সব কিছু ঘরেই খাবেন, নাকি রেস্তোরাঁয় ৷ তার সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই ৷ পয়লা বৈশাখের উদযাপনে শহরের প্রায় সব রেস্তোরাঁতেই মিলবে নানা স্বাদের মেন্যু ৷ তবে সব মেন্যুতে থাকবে বাঙালি টাচ !
advertisement
advertisement
advertisement