Age Count: জামা-জুতোর সাইজ বাড়ছে, কিন্তু বয়স কমতে পারে একেবারে উল্টো পথে! জেনে নিন 'বিরাট' তথ্য
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ! জানুন আপনার মনের বয়স৷ আপনার বয়স কত এখন? ধরা যাক ৪০। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার এখনো ফুটবল খেলতে ইচ্ছে করে।
আপনার বয়স কত এখন? ধরা যাক ৪০। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার এখনো ফুটবল খেলতে ইচ্ছে করে। সকালে ফ্রেশ হতে গিয়ে গলা ছেড়ে গান গান। মাঝ রাস্তায় ঝুম বৃষ্টি নামতে দেখলে নিজেকে আটকে রাখতে পারেন না, গাড়ির দরজা খুলে নেমে যান ভিজতে। তার মানে কি এই যে আপনার বয়স ৪০? নাহ। বিজ্ঞানীরা বলছেন এর মানে আপনার মনের বয়স ১৫-১৬
advertisement
advertisement
প্রথম যেদিন পৃথিবীতে এসেছেন তারপর পার হয়ে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো বছর। আপনার উচ্চতা কিংবা জুতোর সাইজে যেভাবে পরিবর্তন আসে, তেমনি প্রতি বছর আপনার বয়সও বদলায়। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে, দিনে দিনে বয়স বৃদ্ধির ধারণা সবার জন্য একরকম নয়। বয়স যতই হোক না কেন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পুরোপুরি মনের ওপর নির্ভর করে।
advertisement
মাঝে মাঝে আশি বছর বয়সী মানুষকে বাচ্চাদের মতো বায়না ধরতে দেখা যায়। আবার অল্প বয়সী অনেকের মধ্যে লক্ষ্য করা যায় গাম্ভীর্য। বিজ্ঞানীরা মনের এই বৈশিষ্ট্য ও বৈচিত্র্য নিয়ে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।<span style="color: currentcolor; background-color: var(--global--color-background); font-family: var(--global--font-secondary);">এ প্রসঙ্গে বিশিষ্ট মনোবিদ বরুন হালদার তিনি জানান মাঝে মাঝে আশি বছর বয়সী মানুষকে বাচ্চাদের মতো বায়না ধরতে দেখা যায়। আবার অল্প বয়সী অনেকের মধ্যে লক্ষ্য করা যায় গাম্ভীর্য। ধারণা করছেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু কিছু মানুষ কেন আরো উজ্জীবিত হয়ে উঠছে আবার কেউ কেউ ঝিমিয়ে পড়ছে এটা বুঝতে হলে আপেক্ষিক বয়স সম্পর্কে আমাদের জানা জরুরী।</span>
advertisement









