Ayurveda On Blood Sugar: ব্লাড সুগার নিয়ে চিন্তায় আছেন? সমাধানের পথ বাতলে দেবে আয়ুর্বেদ!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Ayurveda On Blood Sugar: কিছু সহজ ঘরোয়া প্রতিকার অনুসরণ করে মধুমেহ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়৷
ডায়াবেটিস বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ২০৩০ সাল নাগাদ এই মৃত্যুহার ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে৷ তবে এই অবস্থাটি যদিও প্রাণঘাতীই হোক না কেন, কিছু সাধারণ জীবনধারা পরিবর্তন করে এবং কিছু সহজ ঘরোয়া প্রতিকার অনুসরণ করে মধুমেহ বা ডায়বেটিস নিয়ন্ত্রণ করা যায়৷
advertisement
advertisement
advertisement
যুগ যুগ ধরে তামার পাত্র থেকে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি শরীরের সুস্থতা বজায় রাখে।তাছাড়া রক্তে চিনির মাত্রার ওঠানামা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে তামার পাত্র। একটি তামার পাত্রে সঞ্চিত জলকে তাম্র জল বলা হয়, যা তিনটি দোষেই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একটি তামার পাত্র বা জগে সারা রাত ভর্তি করে জল রেখে সেটা পরের দিন পান করতে হবে।
advertisement
advertisement
advertisement
ডায়েটে পরিবর্তন আনতে হবে আয়ুর্বেদ অনুসারে, শরীরের রোগগুলি দোষের ভারসাম্যহীনতার কারণে হয়। টাইপ ১ ডায়াবেটিস বাত (বাতাস এবং বায়ু) এর ভারসাম্যহীনতার কারণে এবং টাইপ ২ ডায়াবেটিস অতিরিক্ত কফজনিত (জল এবং মাটি) দোষের কারণে ঘটে। এক্ষেত্রে কম চর্বিযুক্ত খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। চায়ে আদা যোগ করলে শরীরে কফের পরিমাণ কম হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement