Black Pepper for Cough and Cold Relief: সর্দি-কাশির যম গোলমরিচ, গোটা খাবেন নাকি গুড়ো করে? সঠিক নিয়মেই পাবেন উপকার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শুধু রান্নার স্বাদ বদল নয়, গোল মরিচে শরীরের অনেক রোগ দূর হয়৷ সর্দি-কাশির থেকে বাঁচতে খুবই উপকারী কালো মরিচ৷
advertisement
যদি কেউ সর্দি-কাশিতে ভুগে থাকেন তবে কালো মরিচ গরম জলের সঙ্গে খেলে খুব অল্প সময়ে উপশম পাওয়া যায়। সর্দি-কাশি থেকে মুক্তি পেতে কালো মরিচ গরম দুধের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। প্রতিদিন একটি করে কালো মরিচ খেলে মানুষের স্বাস্থ্যের অনেক উন্নতি হয়। যারা নিয়মিত কালো মরিচ খান, তারা সাধারণ সর্দি থেকে অনেকটাই উপশম পান।
advertisement
advertisement
advertisement