Weekend Trip: শুধু শান্তিনিকেতন নয়, এই জায়গা বীরভূমের আরও এক ‘স্বপ্নভূমি’! কিন্তু রহস্যজনকভাবে কেন পর্যটকশূন্য? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Weekend Trip: মোগল আমল, নবাবি শাসন থেকে স্বাধীনতার পরবর্তী গ্রামীণ সভ্যতার বিকাশ, সব যুগেই এই এলাকার গুরুত্ব ছিল অপরিসীম। পাহাড়, জলাশয়, মন্দির, মাজারে ঘেরা রাজনগর প্রকৃতি ও ঐতিহ্যের অনন্য মিশেল।
*সিউড়ি, সুদীপ্ত গড়াই: বীরভূমের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত রাজনগর একসময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল কেন্দ্র ছিল। মোগল আমল, নবাবি শাসন থেকে স্বাধীনতার পরবর্তী গ্রামীণ সভ্যতার বিকাশ, সব যুগেই এই এলাকার গুরুত্ব ছিল অপরিসীম। পাহাড়, জলাশয়, মন্দির, মাজারে ঘেরা রাজনগর প্রকৃতি ও ঐতিহ্যের অনন্য মিশেল।
advertisement
*রাজনগরে বিভিন্ন প্রাচীন নিদর্শন রয়েছে। পুরনো ইমামবাড়া, বারুদঘর, সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বহন করা ফাঁসিমঞ্চের গাবগাছ, রাজপরিবারের স্নানাগার আজও অতীতের সাক্ষ্য দেয়। কিন্তু সংরক্ষণের অভাব, সরকারি নজরদারির ঘাটতি ও প্রশাসনিক উদাসীনতার কারণে এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ।
advertisement
advertisement
advertisement







