Weekend Trip: শুধু শান্তিনিকেতন নয়, এই জায়গা বীরভূমের আরও এক ‘স্বপ্নভূমি’! কিন্তু রহস্যজনকভাবে কেন পর্যটকশূন্য? জানুন

Last Updated:
Weekend Trip: মোগল আমল, নবাবি শাসন থেকে স্বাধীনতার পরবর্তী গ্রামীণ সভ্যতার বিকাশ, সব যুগেই এই এলাকার গুরুত্ব ছিল অপরিসীম। পাহাড়, জলাশয়, মন্দির, মাজারে ঘেরা রাজনগর প্রকৃতি ও ঐতিহ্যের অনন্য মিশেল।
1/5
*সিউড়ি, সুদীপ্ত গড়াই: বীরভূমের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত রাজনগর একসময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল কেন্দ্র ছিল। মোগল আমল, নবাবি শাসন থেকে স্বাধীনতার পরবর্তী গ্রামীণ সভ্যতার বিকাশ, সব যুগেই এই এলাকার গুরুত্ব ছিল অপরিসীম। পাহাড়, জলাশয়, মন্দির, মাজারে ঘেরা রাজনগর প্রকৃতি ও ঐতিহ্যের অনন্য মিশেল।
*সিউড়ি, সুদীপ্ত গড়াই: বীরভূমের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত রাজনগর একসময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল কেন্দ্র ছিল। মোগল আমল, নবাবি শাসন থেকে স্বাধীনতার পরবর্তী গ্রামীণ সভ্যতার বিকাশ, সব যুগেই এই এলাকার গুরুত্ব ছিল অপরিসীম। পাহাড়, জলাশয়, মন্দির, মাজারে ঘেরা রাজনগর প্রকৃতি ও ঐতিহ্যের অনন্য মিশেল।
advertisement
2/5
*রাজনগরে বিভিন্ন প্রাচীন নিদর্শন রয়েছে। পুরনো ইমামবাড়া, বারুদঘর, সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বহন করা ফাঁসিমঞ্চের গাবগাছ, রাজপরিবারের স্নানাগার আজও অতীতের সাক্ষ্য দেয়। কিন্তু সংরক্ষণের অভাব, সরকারি নজরদারির ঘাটতি ও প্রশাসনিক উদাসীনতার কারণে এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ।
*রাজনগরে বিভিন্ন প্রাচীন নিদর্শন রয়েছে। পুরনো ইমামবাড়া, বারুদঘর, সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বহন করা ফাঁসিমঞ্চের গাবগাছ, রাজপরিবারের স্নানাগার আজও অতীতের সাক্ষ্য দেয়। কিন্তু সংরক্ষণের অভাব, সরকারি নজরদারির ঘাটতি ও প্রশাসনিক উদাসীনতার কারণে এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ।
advertisement
3/5
*কুশকর্ণী নদীর তীরের আদিবাসী গ্রামগুলির সৌন্দর্য, গ্রামীণ সংস্কৃতি, পাহাড় ও বনাঞ্চলের মেলবন্ধন রাজনগরকে পর্যটনের জন্য উপযুক্ত করে তোলে। তবু যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, থাকার জায়গার অভাব, প্রচারের ঘাটতি ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির জটিলতা, সব মিলিয়ে রাজনগর আজ পর্যটকশূন্য।
*কুশকর্ণী নদীর তীরের আদিবাসী গ্রামগুলির সৌন্দর্য, গ্রামীণ সংস্কৃতি, পাহাড় ও বনাঞ্চলের মেলবন্ধন রাজনগরকে পর্যটনের জন্য উপযুক্ত করে তোলে। তবু যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, থাকার জায়গার অভাব, প্রচারের ঘাটতি ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির জটিলতা, সব মিলিয়ে রাজনগর আজ পর্যটকশূন্য।
advertisement
4/5
*সুরেয়া সুলতানার মতে, সঠিক উদ্যোগ নিলে রাজনগর সহজেই বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। সিউড়ি-বোলপুর থেকে নিয়মিত বাস পরিষেবা, মানসম্মত হোটেল-গেস্টহাউস, খাবারের দোকান, হস্তশিল্পের বাজার, এই সামান্য পদক্ষেপ স্থানীয় মানুষ থেকে জেলার অর্থনীতি সকলকেই উন্নতির পথে এগিয়ে নিতে পারে।
*সুরেয়া সুলতানার মতে, সঠিক উদ্যোগ নিলে রাজনগর সহজেই বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। সিউড়ি-বোলপুর থেকে নিয়মিত বাস পরিষেবা, মানসম্মত হোটেল-গেস্টহাউস, খাবারের দোকান, হস্তশিল্পের বাজার, এই সামান্য পদক্ষেপ স্থানীয় মানুষ থেকে জেলার অর্থনীতি সকলকেই উন্নতির পথে এগিয়ে নিতে পারে।
advertisement
5/5
*বক্রেশ্বর মন্দির, উষ্ণ প্রস্রবণ, মাসানজোর ড্যাম, পাথরচাপুড়ি মাজার, দুবরাজপুর মামা-ভাগ্নে পাহাড়, রাজনগর থেকে হাতের নাগাল, সবই ১৫-২০ কিমির মধ্যেই। ইতিহাস, পাহাড়, জলাশয়, মন্দির-মাজার -এ সব মিলিয়েই রাজনগরের সম্ভাবনা অপরিসীম।
*বক্রেশ্বর মন্দির, উষ্ণ প্রস্রবণ, মাসানজোর ড্যাম, পাথরচাপুড়ি মাজার, দুবরাজপুর মামা-ভাগ্নে পাহাড়, রাজনগর থেকে হাতের নাগাল, সবই ১৫-২০ কিমির মধ্যেই। ইতিহাস, পাহাড়, জলাশয়, মন্দির-মাজার -এ সব মিলিয়েই রাজনগরের সম্ভাবনা অপরিসীম।
advertisement
advertisement
advertisement