Vitamin: শরীরে এই 'ভিটামিন' কমলে ত্বক ও চুল নষ্ট হবেই, ক্রিম-শ্যাম্পুতে খরচ বৃথা, জেনে নিন কী কী খেলে চুল-ত্বকের জেল্লা ফিরবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Biotin: ত্বক ও চুল ভাল রাখার একমাত্র চাবিকাঠি হল ভিটামিন বি ৭ বা বায়োটিন। শরীরে যদি বায়োটিনের ঘাটতি হয়, আপনি হাজার ক্রিম-লোশন-তেল-শ্যাম্পু মেখেও সুন্দর ত্বক ও চুল পাবেন না! এটাই একমাত্র সত্য
শরীর ভাল আছে কী না, তার প্রতিফলন ঘটে আপনার ত্বক আর চুলে। অনেকেই ভাবেন, ত্বক ও চুলের সমস্যা মানে আপনি হয়তো ভুল 'প্রডাক্ট' ব্যবহার করছেন! কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনার ত্বক ও চুলে সমস্যা দেখা দিলে জানবেন, সমস্যার শিকড় আপনার শরীরের অন্দরে। শরীরে একটি নির্দিষ্ট ভিটামিন কমে গেলে ত্বক ও চুল নষ্ট হয়ে যায়! কোন ভিটামিন জানেন?
advertisement
advertisement
advertisement
advertisement
ডাল-- এই ধরণের খাবারে খুব কম পরিমাণে ফ্যাট থাকে, থাকে উচ্চ পরিমাণে ফাইবার, ভিটামিন আর মিনারেল। ডাল, ছোলা, সয়াবিনে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে যা চুলের গোড়া শক্ত করে, চুল পড়া আটকায়। পাশাপাশি ত্বকের শুষ্কতা দূর করে ত্বক বানায় জেল্লাদার। পাশাপাশি ডালে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন, আয়রন আর জিংক যা মাথার ত্বকে পুষ্টি জোগায় ফলে চুল তাড়াতাড়ি বাড়ে, চুলের স্বাস্থ্য ভাল হয়। ত্বকের ইলাস্টিসিটি বজায় থাকে, ফলে ত্বক বুড়িয়ে যায় না।
advertisement
বাদাম ও বীজ: কাঠবাদাম, আখরোট, চিনেবাদাম, সূর্যমুখীর বীজে বায়োটিনের মাত্রা বেশি। ১/৪ কাপ কাঠবাদামে ১.৫ মাইক্রোগ্রাম বায়োটিন আছে। একই পরিমান সুর্যমুখীর বীজে রয়েছে ২.৬ মাইক্রোগ্রাম বায়োটিন। ফ্ল্যাক্স সিড ও চিয়া সিডে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্ক্যাল্পে পুষ্টি যোগায়, চুল তাড়াতাড়ি বাড়ে এবং চুল আগের থেকে অনেক বেশি মজবুত হয়। কাজুবাদামে থাকে সেলেনিয়াম ও আয়রন যা চুলে জেল্লা আনে।
advertisement
advertisement