Betel Leaves Benefits: শীতে কোষ্ঠকাঠিন্য আর সর্দিকাশি থেকে চুটকিতে মুক্তি? একখিলি পানের গুণ জানলে অবাক হবেন!

Last Updated:
Betel Leaves Benefits: পানের রসের একাধিক গুণ আছে৷ অতিথিসেবা থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠানের অঙ্গ পান৷
1/8
বাঙালির জীবনের সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িয়ে পানপাতা৷ তামাক ছাড়া যদি খাওয়া যায় তাহলে পানের রসের একাধিক গুণ আছে৷ অতিথিসেবা থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠানের অঙ্গ পান৷
বাঙালির জীবনের সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িয়ে পানপাতা৷ তামাক ছাড়া যদি খাওয়া যায় তাহলে পানের রসের একাধিক গুণ আছে৷ অতিথিসেবা থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠানের অঙ্গ পান৷
advertisement
2/8
ঈষৎ কষাটে স্বাদের পানে আছে ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড-সহ একাধিক উপাদান৷ এর ফলে শরীরের যন্ত্রণা ও ইনফ্লেম্যাশন কমে যায়৷ মত ডক্টর স্মিতা বরোদে-এর৷
ঈষৎ কষাটে স্বাদের পানে আছে ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড-সহ একাধিক উপাদান৷ এর ফলে শরীরের যন্ত্রণা ও ইনফ্লেম্যাশন কমে যায়৷ মত ডক্টর স্মিতা বরোদে-এর৷
advertisement
3/8
পানপাতার রসে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়৷ পাশাপাশি স্টমাক আলসার-সহ পেটের অন্যান্য সমস্যা দূর করে পান৷
পানপাতার রসে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়৷ পাশাপাশি স্টমাক আলসার-সহ পেটের অন্যান্য সমস্যা দূর করে পান৷
advertisement
4/8
শরীরের কোথাও ছোটখাটো কাটাছেঁড়া হলে সেখানে পানপাতার রস লাগানো যায়৷ যন্ত্রণার উপশম হয় সাময়িক ভাবে৷ শরীরের অভ্যন্তরীণ যন্ত্রণাও কমে যায় পানপাতার রসে৷
শরীরের কোথাও ছোটখাটো কাটাছেঁড়া হলে সেখানে পানপাতার রস লাগানো যায়৷ যন্ত্রণার উপশম হয় সাময়িক ভাবে৷ শরীরের অভ্যন্তরীণ যন্ত্রণাও কমে যায় পানপাতার রসে৷
advertisement
5/8
অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য পানপাতা দাঁত ও মাড়ির জন্য উপকারী৷ দাঁতের ক্যাভিটি, অন্যান্য সমস্যা এবং মাড়ির সংক্রমণে পানপাতার রস খুবই কার্যকর৷ দাঁত ও মাড়ির যন্ত্রণা, ফুলে ওঠাতেও ঘরোয়া টোটকা হিসেবে পানপাতার রস ব্যবহার করতে পারেন৷
অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য পানপাতা দাঁত ও মাড়ির জন্য উপকারী৷ দাঁতের ক্যাভিটি, অন্যান্য সমস্যা এবং মাড়ির সংক্রমণে পানপাতার রস খুবই কার্যকর৷ দাঁত ও মাড়ির যন্ত্রণা, ফুলে ওঠাতেও ঘরোয়া টোটকা হিসেবে পানপাতার রস ব্যবহার করতে পারেন৷
advertisement
6/8
ঠান্ডা লাগা ও সর্দিকাশির সমস্যায় পানপাতার রস খুবই কাজে লাগে ঘরোয়া টোটকা হিসেবে৷ ফুসফুসের সংক্রমণ ও হাঁপানি নিয়ন্ত্রণে উপকারী পানপাতার রস৷
ঠান্ডা লাগা ও সর্দিকাশির সমস্যায় পানপাতার রস খুবই কাজে লাগে ঘরোয়া টোটকা হিসেবে৷ ফুসফুসের সংক্রমণ ও হাঁপানি নিয়ন্ত্রণে উপকারী পানপাতার রস৷
advertisement
7/8
যাঁদের একটুতেই গা বমি বমি লাগে, তাঁদের ক্ষেত্রেও পানপাতার রস উপকারী৷ পানের রসে বমি সমস্যার উপশম হয়৷ এছাড়া নিঃশ্বাসে ও মুখের দুর্গন্ধও দূর করে পানপাতার রস৷
যাঁদের একটুতেই গা বমি বমি লাগে, তাঁদের ক্ষেত্রেও পানপাতার রস উপকারী৷ পানের রসে বমি সমস্যার উপশম হয়৷ এছাড়া নিঃশ্বাসে ও মুখের দুর্গন্ধও দূর করে পানপাতার রস৷
advertisement
8/8
যৌন খিদেও বাড়িয়ে তোলে পানপাতার নির্যাস৷ পানের সঙ্গে সুপুরির যুগলবন্দিকে দীর্ঘ দিন ধরেই সেক্স ড্রাইভ বা যৌন খিদে বৃদ্ধির হাতিয়ার বলে মনে করা হয়৷
যৌন খিদেও বাড়িয়ে তোলে পানপাতার নির্যাস৷ পানের সঙ্গে সুপুরির যুগলবন্দিকে দীর্ঘ দিন ধরেই সেক্স ড্রাইভ বা যৌন খিদে বৃদ্ধির হাতিয়ার বলে মনে করা হয়৷
advertisement
advertisement
advertisement