Chai: দামেই বিচার হবে না, ভুল চা পাতা কিনে ঠকার দিন শেষ! বেছে নিন এভাবে, রইল হদিশ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling News: পছন্দের চা পাতা কিনতে হলে আগে টেস্ট করুন তারপর কিনুন! দার্জিলিংয়ের এই দোকান জেনে রাখুন
advertisement
advertisement
উত্তরবঙ্গ মানেই পাহাড় চা বাগান থেকে শুরু করে ডুয়ার্সের সেই মনমুগ্ধ করা জঙ্গল। শহরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে একঘেয়েমি জীবন ছেড়ে ছুটি পেলেই উত্তরবঙ্গের পাহাড়ে ঘেরা শান্ত শীতল পরিবেশে সময় কাটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রচুর পর্যটক। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে দার্জিলিং এর পাহাড় ঘেরা চা বাগান যেন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়ে এসে সকলেই এমন ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চায়ের আনন্দ উপভোগ করতে মরিয়া হয়ে ওঠে ।
advertisement
এ প্রসঙ্গে দার্জিলিং চৌরাস্তার এক চা ব্যবসায়ী বলেন চৌরাস্তার উপরে অবস্থিত এই ময়ূখ স্টোরে এলে দার্জিলিং পাহাড়ে উৎপন্ন বিভিন্ন বাগানের চা পাতা এখানে পাবেন তার ওপর পর্যটকদের চা না খাইয়ে তারা চা পাতা বিক্রি করেন না। চা বিশেষজ্ঞরা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন চা পাতা দেখাবে এবং প্রয়োজনে আপনি খেয়ে যাচাই করে তারপরেই কিনতে পারবেন তার জন্য দিতে হবে না কোন অতিরিক্ত টাকা।
advertisement
advertisement