Daal: শরীরের জন্য কোন ডাল 'বেস্ট' বলুন তো? ৬০ দিন পর পর রোজ খেলে শরীরে 'ম্যাজিক'! অবশ্যই জানুন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Best Daal for Health: যারা নিরামিষ ভোজী ও দুধে এলার্জি আছে, তারা এই ডাল খেতে পারেন। এই ডালে রয়েছে প্রচুর প্রোটিন। যাদের ব্লাড সুগার রয়েছে তারা এই ডাল খেতে পারেন। ব্লাড সুগার থাকে নিয়ন্ত্রণে এই ডাল খেলে। তার সঙ্গে ওজনও কমে।
advertisement
advertisement
advertisement
*কালো কলাইয়ের ডাল হৃদরোগের জন্য উপকারী বলে পরিচিত কারণ এতে ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম থাকে, যা সুস্থ রক্তচাপের মাত্রা বজায় রাখার জন্য উপকারী। এই পুষ্টি উপাদানগুলি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। এই ডালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মুক্ত র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে, বার্ধক্যের লক্ষণ কমায় এবং স্বাস্থ্যকর ত্বকের উন্নতি করে।
advertisement









