Benefits of Lettuce: শাকপাতা ভেবে অবহেলা করলেই ভুল! পাতে এটি থাকলে রোগ কাছে ঘেষবে না, রয়েছে হাজার গুণ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Benefits of Lettuce: লেটুস পাতা শরীরের জন্য খুবই কার্যকর বলে বিবেচিত হয়েছে। এর সেবন খিদে বাড়ায়, ঘুমের উন্নতি ঘটায় এবং খনিজ ও ভিটামিনের কারণে অনেক রোগ প্রতিরোধ করে।
advertisement
১০০ গ্রাম ভোজ্য লেটুসে ক্যালোরি রয়েছে ২২, প্রোটিন ২.১ গ্রাম। ফ্যাট ০.৩ গ্রাম, ফাইবার ০.৫ গ্রাম, খনিজ ১.২ গ্রাম, ক্যালসিয়াম ৫০ মিলিগ্রাম, ফসফরাস ২৯ মিলিগ্রাম, আয়রন ২.৪ মিলিগ্রাম, পটাসিয়াম ৩৩ মিলিগ্রাম, ভিটামিন সি আছে ১০ মিলিগ্রাম, ম্যাগনেসিয়ামের পরিমাণ ৩০ মিলিগ্রাম, সালফার ২ মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement