Is jaggery and ajwain good for health: 'মোটা'দের মহাশত্রু! হার্টের প্রিয়বন্ধু! জোয়ানের সঙ্গে মিশিয়ে খান এই ‘জিনিস’! পুরো জীবনের ভোলবদল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Is jaggery and ajwain good for health: গুড় এমনই একটি খাদ্য উপাদান, যা স্বাস্থ্যের ধন হিসেবে বিবেচিত হয়। জোয়ানের সঙ্গে মিশিয়ে খেলে এর উপকারিতা বহুগুণ বেড়ে যায়। প্রতিদিন এটি খেলে এই ৫টি রোগ থেকে রক্ষা পাওয়া যাবে-
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পিরিয়ডের ব্যথা থেকে মুক্তিপিরিয়ডের সময় অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে গুড় ও জোয়ান খাওয়া খুবই উপকারী। এটি খেলে শরীরে রক্ত চলাচলের উন্নতি ঘটে, যা পিরিয়ডের সময় ব্যথা এবং ক্র্যাম্পের সমস্যা কমাতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)